TRENDING:

৪২ লক্ষ জাল টাকা-সহ গ্রেফতার ৩, সবই ২০০০-এর নোট

Last Updated:

বাজারে নতুন ২০০০ টাকার নোট আসার পর থেকেই এরই মধ্যে বিভিন্ন জায়গায় জাল নোটের খবর সামনে এসেছে ৷ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পঞ্জাবের মোহালিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মোহালি: বাজারে নতুন ২০০০ টাকার নোট আসার পর থেকেই এরই মধ্যে বিভিন্ন জায়গায় জাল নোটের খবর সামনে আসতে শুরু করেছে ৷ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পঞ্জাবের মোহালিতে ৷ ৪২ লক্ষ টাকার জাল নোট-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুরো টাকাটাই ২,০০০ টাকার নোটে ছিল ৷ ঘটনায় MBA পড়ুয়া ও তার বন্ধুরা জড়িত বলে জানা গিয়েছে ৷
advertisement

ধৃতদের নাম নাম বিশাখা ভার্মা, অভিনব ভার্মা এবং সুমন নাগপাল। বিশাখা ভার্মা একজন MBA ছাত্রী, অভিনব BTech পড়ছেন ও সুমন বলে আরেকজন পেশায় রপার্টি ডিলার। একটি লাল বাতি লাগানো অডি গাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷ এছাড়া তাদের আরও দুই সঙ্গী পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

নোট বাতিলের পর থেকেই জাল নোট প্রিন্ট করা শুরু করে দেয় ধৃতরা ৷ পুলিশ জানিয়েছে, ২,০০০ টাকার জাল নোটের সঙ্গে আসল নোটের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব ৷

advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গাড়িতে করে ওই টাকা এক ব্যক্তিকে তারা দিতে যাচ্ছিল ৷ কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় মাঝপথেই তাদের ধরে ফেলে পুলিশ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নোট বাতিলের পর থেকেই সুমন নাগপাল নামে প্রপার্টি ডিলার এমন ব্যক্তিদের খুঁজতেন যারা বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে চায় ৷ তাদের কাছ থেকে এর জন্য তারা কমিশনও নিত ৷ কিন্তু বাতিল নোট বদলে আসল নোট দেওয়ার বদলে জাল নোট দেওয়ার পরিকল্পনা ছিল তাদের৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৪২ লক্ষ জাল টাকা-সহ গ্রেফতার ৩, সবই ২০০০-এর নোট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল