ধৃতদের নাম নাম বিশাখা ভার্মা, অভিনব ভার্মা এবং সুমন নাগপাল। বিশাখা ভার্মা একজন MBA ছাত্রী, অভিনব BTech পড়ছেন ও সুমন বলে আরেকজন পেশায় রপার্টি ডিলার। একটি লাল বাতি লাগানো অডি গাড়ি থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ ৷ এছাড়া তাদের আরও দুই সঙ্গী পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷
নোট বাতিলের পর থেকেই জাল নোট প্রিন্ট করা শুরু করে দেয় ধৃতরা ৷ পুলিশ জানিয়েছে, ২,০০০ টাকার জাল নোটের সঙ্গে আসল নোটের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব ৷
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনার দিন গাড়িতে করে ওই টাকা এক ব্যক্তিকে তারা দিতে যাচ্ছিল ৷ কিন্তু পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় মাঝপথেই তাদের ধরে ফেলে পুলিশ ৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নোট বাতিলের পর থেকেই সুমন নাগপাল নামে প্রপার্টি ডিলার এমন ব্যক্তিদের খুঁজতেন যারা বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে চায় ৷ তাদের কাছ থেকে এর জন্য তারা কমিশনও নিত ৷ কিন্তু বাতিল নোট বদলে আসল নোট দেওয়ার বদলে জাল নোট দেওয়ার পরিকল্পনা ছিল তাদের৷