TRENDING:

দিল্লিতে চিকুনগুনিয়ায় মৃত্যু তিনজনের, অস্বীকার স্বাস্থ্যমন্ত্রীর

Last Updated:

রাজধানীতে ঘনিয়েছে মশাতঙ্ক ৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার চিকুনগুনিয়ায় আক্রান্ত দিল্লি ৷ গত ৪৮ ঘণ্টায় চিকুনগুনিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে দিল্লিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজধানীতে ঘনিয়েছে মশাতঙ্ক ৷ ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার চিকুনগুনিয়ায় আক্রান্ত দিল্লি ৷ গত ৪৮ ঘণ্টায় চিকুনগুনিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে দিল্লিতে ৷ সরকারি-বেসরকারি হাসপাতালগুলি ছেড়ে গিয়েছে মশা বাহিত রোগে আক্রান্ত রোগীতে ৷ কিন্তু দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এই দাবি মানতে নারাজ ৷ তাঁর বক্তব্য, এ সমস্তই মিডিয়ার অপপ্রচার ৷
advertisement

আগামী বিধানসভা ভোটের প্রস্তুতিতে এই মুহূর্তে গোয়ায় রয়েছেন ‘আম আদমি’ স্বাস্থ্যমন্ত্রী ৷ রাজধানীতে অনুপস্থিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ৷ দিল্লির এই মুহূর্তের পরিস্থিতির দায় নিতে নারাজ মুখ্যমন্ত্রী ৷ ট্যুইট করে সমস্ত দোষই চাপিয়েছেন কেন্দ্র ও নরেন্দ্র মোদির ঘাড়ে ৷

পিটিআই সূত্রে খবর, চিকুনগুনিয়ায় মৃত তিন ব্যক্তিই ষাটোর্ধ্ব ৷ দ্বারকার বাসিন্দা উদয় শঙ্কর চিকুনগুনিয়ার সিম্পটম নিয়ে গত ১১ তারিখ ভর্তি হন হাসপাতালে ৷ ১২ তারিখ মৃত্যু হয় তাঁর ৷ সোমবারই মৃত্যু হয়েছে রামেন্দ্র পাণ্ডে ও আলিগড়ের বাসিন্দা অশোক চৌহানের ৷ এদের দু’জনেরই চিকুনগুনিয়ার জন্য RT-PCR টেস্ট রেজাল্ট ছিল পজিটিভ ৷

advertisement

এই মুহূর্তে জ্বরে কাঁপছে দিল্লি ৷ অসমর্থিত সূত্রে খবর, দিল্লিতে হাজারেরও বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত ৷ দিল্লি পুরসভার তথ্য অনুযায়ী, রাজধানীতে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ১০৫৭ এবং ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১১৫৮ ও ২১ জন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের মতে এই সংখ্যাটার সঙ্গে বাস্তব পরিস্থিতির অনেক ফারাক ৷ হাসপাতালগুলিতে একটি বেডে প্রায় পাঁচজন জ্বরের রোগীর চিকিৎসা চলছে ৷ এমতাবস্থায় দায় না নিয়ে আম আদমি পার্টির নেতা-মন্ত্রীদের গা বাঁচানো মন্তব্যে আদতে মুখ পুড়েছে শাসক দলের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে চিকুনগুনিয়ায় মৃত্যু তিনজনের, অস্বীকার স্বাস্থ্যমন্ত্রীর