সংবাদ সংস্থার খবর অনুসারে, বৃহস্পতিবার মাঝরাতে ওই কুকুরের সঙ্গে আপত্তিকর অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান প্রতিবেশীরা৷ মাঝরাতে ওই ঘটনা ঘটে অভিযুক্তের ব্যলকনিতে৷ প্রতিবেশীরা দেখতে পেয়েই সতর্ক হয়ে যান এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন৷ প্রতিবেশীদের চিৎকারের ঠেলায় হঠাৎ ভয় পেয়ে যায় অভিযুক্ত৷ তার পরেই ওই কুকুরটিকে বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দেয়৷ আলফা ২-এলাকার এই ঘটনা নিয়ে এই তথ্য জানিয়েছিলেন বেটা ২ থানার অফিসার ইনচার্জ বিনোদ কুমার মিশ্র৷
advertisement
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ এ ছাড়াও দ্যা প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিমাল অ্যাক্ট (১৯৬০)-এর আওতায় ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত বেসরকারি নির্মাণ সংস্থায় কাজ করে এবং ঘটনার সময় সে মত্ত ছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 9:13 AM IST