TRENDING:

27 Years Missing in Pakistan: ২৭ বছর আগে পাকিস্তান গিয়ে নিখোঁজ ছেলে! সরকারি নথিতে সীতারাম ফিরলেও, এখনও অপেক্ষায় তার মা...

Last Updated:

27 Years Missing in Pakistan: ২৭ বছর আগে ভাগলপুরের সীতারাম ঝা রোজগারের খোঁজে পঞ্জাব হয়ে পাকিস্তানে পাড়ি দেন। সেখানকার সেনা তাঁকে গ্রেপ্তার করে। কাগজে মুক্তির প্রমাণ মিললেও, আজও তিনি নিখোঁজ। বৃদ্ধা মা ছেলের ফেরার আশায় অপেক্ষায় রয়েছেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাগলপুর: মানুষ নিজের ও পরিবারের পেট চালাতে নানা ধরনের কাজ করেন। বিশেষ করে বিহারের কথা ধরলে, এখান থেকে কর্মসংস্থানের খোঁজে সবচেয়ে বেশি মানুষের বাইরে যান। এখানকার বহু মানুষ অন্য রাজ্যে গিয়ে দিনমজুরি বা অন্যান্য কাজ করে থাকেন।
২৭ বছর আগে পাকিস্তান গিয়ে নিখোঁজ ছেলে! সরকারি নথিতে সীতারামের ফিরলেও, এখনও অপেক্ষায় তাঁর মা...
২৭ বছর আগে পাকিস্তান গিয়ে নিখোঁজ ছেলে! সরকারি নথিতে সীতারামের ফিরলেও, এখনও অপেক্ষায় তাঁর মা...
advertisement

এমনই ভাগলপুর জেলার এক যুবক প্রায় ২৭ বছর আগে পরিবারের জীবিকা নির্বাহের জন্য পঞ্জাবে গিয়েছিলেন, কিন্তু পরিবার তখনও জানত না যে তাদের ছেলে আর কোনোদিন ফিরবে না। সেই যুবকের বৃদ্ধ মা আজও ছেলের ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন, কিন্তু ছেলে আর ফেরেনি। সে বেঁচে আছে কি না, সেটাও জানেন না কেউ…

advertisement

আরও পড়ুন: চরম মর্মান্তিক ঘটনা, পিটিয়ে মারা হল বাঘ! কেটে নেওয়া হল তার চামড়া, কান, দাঁত, মাংস, কোথায় জানুন…

ঘটনাটি ভাগলপুর জেলার কাহলগাঁও ব্লকের মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা সীতারাম ঝার। তিনি একটি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন। ১৯৯৭ সালের দিকে তিনি একটি অটোরিকশা কিনেছিলেন এবং তা চালিয়েই নিজের পরিবারের ভরণপোষণ করতেন। কিন্তু অটোর কিস্তি দিতে না পারায় সেটি বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এরপর কিছুদিন বেশ খারাপভাবেই কাটে তাঁর।

advertisement

১৯৯৮ সালের শেষের দিকে তিনি জীবিকা নির্বাহের জন্য পঞ্জাবে চলে যান। সেখান থেকে ১৯৯৯ সালে কোনওভাবে পাকিস্তান সীমান্তে পৌঁছে যান এবং সেখানকার সেনাবাহিনী তাঁকে গ্রেপ্তার করে ইসলামাবাদের একটি জেলে পাঠায়। পরিবার কিছুই জানত না, তারা ধরে নিয়েছিল ছেলে একদিন না একদিন নিশ্চয় ফিরবে।

আরও পড়ুন: ১২ বছরের কিশোরীর উপর চরম অত্যাচার, শারীরিক হেনস্থা ৫ নাবালকের! রেকর্ড করা হল ভিডিও, যোগী রাজ্যে শিউরে ওঠা ঘটনা…

advertisement

তিন বছর পর, ২০০২ সালে প্রশাসনিক পর্যায়ে ভেরিফিকেশনের জন্য যখন বাড়িতে একটি চিঠি আসে, তখনই বিষয়টি পরিবারের সামনে আসে। কিন্তু তারা চাইলেও কিছু করতে পারেননি। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে পাকিস্তানের জেলে বন্দি ভারতীয়দের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ২০০৪ সালে একটি চুক্তির মাধ্যমে দুই দেশের বন্দিদের অদলবদল হয়, যাতে সীতারাম ঝার নামও ছিল। বিদেশ মন্ত্রণালয়ের নথিতে তাঁর আঙুলের ছাপও মেলে। কিন্তু তবুও তিনি আর ফিরে আসেননি। গেল কোথায় সীতারাম? আজও সে এক প্রশ্ন।

advertisement

২০০৮ সালে তাঁর আত্মীয় মুকেশ ঝা বিভিন্ন দপ্তরে চিঠি লেখেন। এমনকি ইসলামাবাদেও চিঠি পাঠানো হয়। তাঁর মুক্তির রেকর্ড পাওয়া গেলেও, তিনি কোথায় গেলেন বা তাঁর কী হল – তা আজও অজানা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বৃদ্ধা মা উখা দেবী এই প্রসঙ্গে কথা বলতে গেলে বারবার চোখে জল চলে আসছিল। তিনি বলেন, “এই বৃদ্ধ বয়সে আমার আর কোনও ভরসা নেই। আমার তিনটা নাতি-নাতনি ছিল, এখন তাদেরও কোনও খোঁজ নেই। আমার পুত্রবধূ দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। এখন আমি সরকার থেকে যে সামান্য সাহায্য পাই, তাতেই কোনও মতে জীবন চালাই। যদি আমার ছেলে ফিরে আসে, তবে সেটাই হবে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন।”

বাংলা খবর/ খবর/দেশ/
27 Years Missing in Pakistan: ২৭ বছর আগে পাকিস্তান গিয়ে নিখোঁজ ছেলে! সরকারি নথিতে সীতারাম ফিরলেও, এখনও অপেক্ষায় তার মা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল