নারায়ণপুর জেলার মাঢ়ের আবুঝমাঢ় এলাকায় মাওবাদী একজন শীর্ষ নেতা এবং তাঁর দলবল লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী৷ চারটি জেলা থেকে রিজার্ভ গার্ড পুলিশের বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয় আবুঝমাঢ় এবং ইন্দ্রাবতী জাতীয় অভয়ারণ্যের ঘন জঙ্গলের ভিতরে৷ প্রায় পঞ্চাশ ঘণ্টা ধরে এই গুলির লড়াই চলছে৷
advertisement
নিরাপত্তাবাহিনীকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘এই নজিরবিহীন সাফল্যের জন্য আমাদের বাহিনীকে নিয়ে গর্বিত৷ মাওবাদের অভিশাপ থেকে মুক্ত করে মানুষকে শান্তি এবং অগ্রগতির জীবন দিতে আমাদের সরকার বদ্ধপরিকর৷’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘নকশালদের বিরুদ্ধে লড়াইয়ে বেনজির একটি সাফল্য৷ ছত্তীসগড়ের নারায়ণপুরে আজ নিরাপত্তাবাহিনী ২৭ জন মাওবাদীকে নিকেশ করেছে৷ মৃতদের মধ্যে সিপিাই-মাওবাদীদের সাধারণ সম্পাদক এবং নকশাল আন্দোলনের অন্যতম মূল মাথা নামবালা কেশভ রাও ওরফে বাসবরাজু রয়েছে৷ তিন দশকের মধ্যে এই প্রথম নকশালবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে কোনও সাধারণ সম্পাদক স্তরের নেতাকে খতম করল আমাদের নিরাপত্তা বাহিনী৷ এই সাফল্যের জন্য আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা এজেন্সিগুলির আমি প্রশংসা করছি৷ আনন্দের সঙ্গে আরও জানাচ্ছি অপারেশন ব্ল্যাক ফরেস্ট-এ ৫৪ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে এবং তেলঙ্গানা, মহারাষ্ট্র ও ছত্তীসগড়ে ৮৪ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে৷ ৩১ মার্চ, ২০২৬-এর মধ্যে মোদি সরকার দেশ থেকে মাওবাদের শিঁকড় উপড়ে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ৷’
ছত্তীসগড়, মহারাষ্ট্র, তেলঙ্গনার মতো রাজ্যগুলিতে মাওবাদী সংগঠনের কোমর ভেঙে দিতে গত ২১ এপ্রিল থেকে শুরু হয়েছিল অপারেশন ব্ল্যাক ফরেস্ট৷