TRENDING:

পেঁয়াজ চাষিদের মাথায় হাত, ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মহারাষ্ট্র সরকারের

Last Updated:

মহারাষ্ট্র মন্ত্রিসভায় চাষিদের এক্স-গ্রাসিয়ায়, পয়লা নভেম্বর ২০১৮ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে বিক্রি হওয়া পেঁয়াজে প্রতি কুইন্টালে ২০০ টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ৷ এ ক্ষেত্রে ৭৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের বিক্রিতে এই ক্ষতিপূরণ দেওয়া হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পেঁয়াজ চাষিদের শোচনীয় অবস্থা থেকে খানিক স্বস্তি দিতে ক্ষতিপূরণ বাবদ ১৫০ কোটি টাকা ত্রাণ অনুমোদন করল মহারাষ্ট্র সরকার৷ বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করে চরম আর্থিক দুরাবস্থায় দিন কাটাচ্ছেন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষিরা৷
advertisement

মহারাষ্ট্র মন্ত্রিসভায় চাষিদের এক্স-গ্রাসিয়ায়, পয়লা নভেম্বর ২০১৮ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে বিক্রি হওয়া পেঁয়াজে প্রতি কুইন্টালে ২০০ টাকা করে দেওয়া হবে ক্ষতিপূরণ বাবদ৷ এ ক্ষেত্রে ৭৫ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের বিক্রিতে এই ক্ষতিপূরণ দেওয়া হবে৷

মহারাষ্ট্রে চাষিদের মাত্র দেড় টাকা প্রতি কেজি-তে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে৷ সাধারণত, পুরনো স্টক দেওয়ালির আগেই শেষ হয়ে যায়৷ কিন্তু এ বছর পুরনো স্টকের কুইন্টাল কুইন্টাল পেঁয়াজ রয়ে গিয়েছিল৷ নতুন ফসলের জন্য পুরনো পুরনো স্টক কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নতুন ফলনের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি করতে হচ্ছে দেড় টাকা প্রতি কেজি দরে৷ মহারাষ্ট্রের খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ টাকা ২০ টাকা কেজি দরে৷ ফলে চাষিরা সহায়ক মূল্যটুকুও পাননি৷ তার সঙ্গে দোসর খরা৷ ফলে আত্মহত্যার অবস্থা দাঁড়িয়ে চাষিদের৷

বাংলা খবর/ খবর/দেশ/
পেঁয়াজ চাষিদের মাথায় হাত, ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ মহারাষ্ট্র সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল