আইপ্যাক-এর সেই ২৩ জন সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাত্, কথামতো সেই ২৩ জনের টিমকে এবার মুক্ত করার কথা ত্রিপুরা পুলিশের। এদিকে, আইপ্যাকের প্রতিনিধিদের মুক্ত করতে বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরায় যাবেন। ২৩ জনের দলটিকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা। বুধবার সকাল ৯.২০ মিনিটে কলকাতা থেকে বিমান ধরবেন তাঁরা। তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার সভাপতি আশিস লাল সিং-এর অভিযোগ করেছিলেন, রবিবার রাতে রুটিন তল্লাশির নামে আইপ্যাকের সদস্যদের প্রথমে একদফা হেনস্থা করে ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ৷ এর পর সোমবারও তাঁদের হোটেল থেকে বেরনোর সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ৷ যদিও বুধবার সকালে ব্রাত্য বসুরা ত্রিপুরায় গিয়ে ওই ২৩ জনকে মুক্ত করার কী ব্যবস্থা করেন সেটাই এখন দেখার।
advertisement