এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার দুর্ঘটনা ঘটল মক্কায়৷ কয়েক দিন আগেই মক্কার গ্র্যান্ড মসজিদে একটি বৃহদাকার ক্রেন ভেঙে মৃত্যু হয়েছিল শতাধিক হজ যাত্রীর৷ প্রাণ হারিয়েছিলেন ১১ জন ভারতীয় ৷ লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলাতে উপযুক্ত পরিকাঠামো না রাখার অভিযোগ ওঠে সৌদি সরকারের বিরুদ্ধে৷ কিছু দিন যেতে না যেতেই ফের ঘটে গেল আরও একটি ভয়াবহ ঘটনা৷ এদিকে, সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রায় এক লক্ষ কর্মী মোতায়েন করা হয়েছে ৷ এই বছর হজে গিয়েছেন ১৩ লক্ষ ৭৪ হাজার ২০৬ জন৷
advertisement
হজে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয় ৷ এর আগে ২০০৬ সালে এই প্রাঙ্গনেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩৫০ জনের৷ ২০০৪ সালে মারা যান ২০০ জন৷
এদিনের ঘটনার পর বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে৷ নম্বর দু’টি হল- 00966125458000 এবং 00966125496000