১৯৫৭ সালে ৩২ বছর বয়সে প্রথম বার বিধায়ক হন এম করুণানিধি । বাকি ১৪ জন ডিএমনকে বিধায়কের সঙ্গে পা রাখেন তত্কালীন মাদ্রাজ বিধানসভায় । ১৯৬২ সালের বিধানসভা নির্বাচনে ডিএমকে-র বাকি ১৪ জন বিধায়কই হেরে যান । একা জয়ী হয়ে আসন ধরে রাখেন করুণানিধি । মোট ১৩ বার টানা নির্বাচনে জেতার রেকর্ড রয়েছে তাঁর ।
advertisement
১৯৬৭ সালের নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে সরকার গঠন করে ডিএমকে । ৪২ বছরের কলাইনর দায়িত্ব পান পুর্ত দফতরের । এর দুবছরের মধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে উত্থান । 'আন্না'-র (সিএন আন্নাদুরাই) মৃত্যুতে ১০ ফেব্রুয়ারি, ১৯৬৯ নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন করুণানিধি । এরপর ১৯৭১, ১৯৮৯, ১৯৯৬ ও ২০০৬ সালে মোট ৫ বার মুখ্যমন্ত্রী হিসেবে ১৯ বছর দায়িত্ব সামলেছেন এই কিংবদন্তি রাজনীতিক ।
আরও পড়ুন: M Karunanidhi: লড়াই শেষ! প্রয়াত 'কলাইনর' করুণানিধি
১৯৬৯ সালেই ডিএমকে প্রধানেরও দায়িত্ব পান করুণানিধি । পরবর্তী ৫০ বছর সেই পদও অটুট রেখেছেন তিনি । এই সময়ের মধ্যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নির্বাচন এবং সারা দেশে রাজনৈতিক আঁতাঁত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বর্ষীয়ান রাজনীতিক । দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্থান দেখেছেন জহরলাল নেহরু থেকে রাহুল গান্ধীর । সান্নিধ্য পেয়েছেন ইন্দিরা গান্ধী, এনটি রামা রাও, জ্যোতি বসু, আটল বিহারী বাজপেয়ী, ভিপি সিং, দেবগৌড়া, আইকে গুজরালের ।