TRENDING:

এগিয়ে আছে নিসর্গের ল্যান্ডফলের সময়, গুজরাত উপকূল থেকে সরানো হলে ২০ হাজার মানুষকে

Last Updated:

সাইক্লোন নিয়ে সতর্ক গুজরাত প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: বুধবার বিকেলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে মহারাষ্ট্র উপকূল। গুজরাট উপকূলে ব্যাপক প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের। মঙ্গলবার বিকেলের মধ্যেই আরব সাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রথমে উত্তরমুখী পড়ে অভিমুখ পরিবর্তন করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শেষ পর্যন্ত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয় এটি মহারাষ্ট্রের রায়গর এর কাছে হরিহরেশ্বর ও দমনের মাঝে উপকূলে আছড়ে পড়বে। উপকূলে আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়।
advertisement

এদিকে এই ঘূর্ণিঝড়ের দাপটে ইতিমধ্যেই গুজরাতের উপকূলবর্তী জেলা থেকে ২০ হাজার মানুষকে সরানো হয়েছে ৷ যাতে এই প্রবল ঘূ্র্ণিঝড়ে প্রাণহানি এড়ানো যায় ৷

advertisement

মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপের অবস্থান পঞ্চম থেকে ৩০০ কিলোমিটার পশ্চিম -দক্ষিণ-পশ্চিমে। মহারাষ্ট্রের মুম্বাই উপকূল থেকে গভীর নিম্নচাপের অবস্থান ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। গুজরাতের সুরাট উপকূল থেকে এই গভীর নিম্নচাপের দূরত্ব ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে।

দক্ষিণ-পূর্ব, পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব আরব সাগরে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা। অতিভারী বৃষ্টি হবে গুজরাত দাদরা, নগর হাভেলি ও মধ্য মহারাষ্ট্রে। ভারী বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদ্বীপ কেরলা কর্ণাটক সাউথ কংকন গোয়াতে ও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ঘূর্ণিঝড় আছে পড়ার আগেই বুধবার সকাল থেকে রায়গর মুম্বাই পালঘর থানে এলাকায় ঝড়ো হাওয়া বইবে ৯৫ থেকে ১১৫ কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বইতে পারে। গুজরাটের ভালসার ও নাভাসাড়ি এবং মহারাষ্ট্রের রত্নগিরি সিন্ধুদূর্গ এলাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে বুধবারে। ৭০থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বয়ে যাবে গুজরাতের সুরাট ভারুচ এলাকায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এগিয়ে আছে নিসর্গের ল্যান্ডফলের সময়, গুজরাত উপকূল থেকে সরানো হলে ২০ হাজার মানুষকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল