এদিকে এই ঘূর্ণিঝড়ের দাপটে ইতিমধ্যেই গুজরাতের উপকূলবর্তী জেলা থেকে ২০ হাজার মানুষকে সরানো হয়েছে ৷ যাতে এই প্রবল ঘূ্র্ণিঝড়ে প্রাণহানি এড়ানো যায় ৷
advertisement
মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপের অবস্থান পঞ্চম থেকে ৩০০ কিলোমিটার পশ্চিম -দক্ষিণ-পশ্চিমে। মহারাষ্ট্রের মুম্বাই উপকূল থেকে গভীর নিম্নচাপের অবস্থান ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। গুজরাতের সুরাট উপকূল থেকে এই গভীর নিম্নচাপের দূরত্ব ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে।
দক্ষিণ-পূর্ব, পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব আরব সাগরে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা। অতিভারী বৃষ্টি হবে গুজরাত দাদরা, নগর হাভেলি ও মধ্য মহারাষ্ট্রে। ভারী বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদ্বীপ কেরলা কর্ণাটক সাউথ কংকন গোয়াতে ও।
ঘূর্ণিঝড় আছে পড়ার আগেই বুধবার সকাল থেকে রায়গর মুম্বাই পালঘর থানে এলাকায় ঝড়ো হাওয়া বইবে ৯৫ থেকে ১১৫ কিলোমিটার গতিবেগে এই ঝড়ো হাওয়া বইতে পারে। গুজরাটের ভালসার ও নাভাসাড়ি এবং মহারাষ্ট্রের রত্নগিরি সিন্ধুদূর্গ এলাকায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে বুধবারে। ৭০থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বয়ে যাবে গুজরাতের সুরাট ভারুচ এলাকায়।