TRENDING:

মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন, মৃত ২

Last Updated:

ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জের কাটতে না কাটতেই আরও একটি অগ্নিকাণ্ডের খবর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জের কাটতে না কাটতেই আরও একটি অগ্নিকাণ্ডের খবর ৷ মঙ্গলবার সকালে মুম্বইয়ের ক্যাফে প্যারেড এলাকায় অভিজাত বহুতলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের ৷
advertisement

সমুদ্রমুখী মেকার টাওয়ার নামের ওই অভিজাত বহুতলের ২১ তলায় এদিন সকালে আগুন লাগে ৷ সূত্রের খবর, বাজাজ ইলেকট্রিক্যালসের এমডি শেখর বাজাজের ফ্ল্যাট থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ২১ তলায় ৷ আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫ ইঞ্জিন ৷ দমকলকর্মীদের দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে ৷ কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকমকর্মীরা ৷

advertisement

তবে বাজাজ পরিবারের সদস্যরা সহ বাকি বাসিন্দাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হলেও আগুনে পুড়ে ২ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দমকলের এক আধিকারিক ৷ দমকল সূত্রে খবর, মোট ১১ জন বাসিন্দাকে আগুনের কবল থেকে সুরক্ষিত বাইরে বার করেন দমকল কর্মীরা ৷ আগুন লাগার ঘটনায় এখনও আতঙ্কে ওই বহুতলের বাসিন্দারা ৷

advertisement

মেকার টাওয়ার-এর এক বাসিন্দা জানান, ‘ ২১ তলার দুটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ আমি নিজে আমার বাচ্চা ও দুই কাজের লোককে নিয়ে তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসি ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বিখ্যাত লেখিকা শোভা দে এই অভিজাত বহুতলের পঞ্চমতলার বাসিন্দা ৷ তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগে ৷ তবে দমকল কর্মী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন, মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল