TRENDING:

মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন, মৃত ২

Last Updated:

ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জের কাটতে না কাটতেই আরও একটি অগ্নিকাণ্ডের খবর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জের কাটতে না কাটতেই আরও একটি অগ্নিকাণ্ডের খবর ৷ মঙ্গলবার সকালে মুম্বইয়ের ক্যাফে প্যারেড এলাকায় অভিজাত বহুতলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের ৷
advertisement

সমুদ্রমুখী মেকার টাওয়ার নামের ওই অভিজাত বহুতলের ২১ তলায় এদিন সকালে আগুন লাগে ৷ সূত্রের খবর, বাজাজ ইলেকট্রিক্যালসের এমডি শেখর বাজাজের ফ্ল্যাট থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ২১ তলায় ৷ আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫ ইঞ্জিন ৷ দমকলকর্মীদের দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে ৷ কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকমকর্মীরা ৷

advertisement

তবে বাজাজ পরিবারের সদস্যরা সহ বাকি বাসিন্দাদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হলেও আগুনে পুড়ে ২ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দমকলের এক আধিকারিক ৷ দমকল সূত্রে খবর, মোট ১১ জন বাসিন্দাকে আগুনের কবল থেকে সুরক্ষিত বাইরে বার করেন দমকল কর্মীরা ৷ আগুন লাগার ঘটনায় এখনও আতঙ্কে ওই বহুতলের বাসিন্দারা ৷

advertisement

মেকার টাওয়ার-এর এক বাসিন্দা জানান, ‘ ২১ তলার দুটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ আমি নিজে আমার বাচ্চা ও দুই কাজের লোককে নিয়ে তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসি ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিখ্যাত লেখিকা শোভা দে এই অভিজাত বহুতলের পঞ্চমতলার বাসিন্দা ৷ তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগে ৷ তবে দমকল কর্মী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন, মৃত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল