TRENDING:

মোমের মতো গলে পড়ছে মাথার একাংশ, বিরল রোগে আক্রান্ত এই যুবক

Last Updated:

৯ বছর ধরে ঘরবন্দি পঞ্জাবের ভুপেন্দর ৷ ঘরে দিন যাপন ৷ এমনকী, বারান্দাতে যেতেই ভয় পায় সে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হরিয়ানা: ৯ বছর ধরে ঘরবন্দি পঞ্জাবের ভুপেন্দর ৷ ঘরে দিন যাপন ৷ এমনকী, বারান্দাতে যেতেই ভয় পায় সে ৷ আশপাশের লোকেরা অদ্ভুত নজরে দেখে তাঁকে ৷ একের পর এক প্রশ্ন ৷ ছোটবেলায় বিষয়টি খুব একটা বুঝে উঠতে পারত না সে, আর এখন তো অভ্যাস ! hindi.news18.com -এর কথা বলতে গিয়ে ঠিক এরকমটাই বলছিল ভুপেন্দর ৷ রোজকার জীবনের তাঁর সংগ্রাম, নিজেকে প্রত্যেকদিন একটু একটু করে সাহস জোগানোর কথা ৷
advertisement

ভুপেন্দরের কথায়, ‘সাধারণ বাচ্চাদের সবাই আদর করে, কিন্তু আমার কপাল আমি কখনই আদর পাইনি ৷ আমার কাছে কেউ আসত না ৷ ভয় পেত, অনেকে তো দূর থেকে দেখেও আঁতকে উঠত ৷ ছোটবেলা থেকে এই বিষয়টা যেন অভ্যাস বানিয়ে ফেলেছিলাম ৷ এরপর স্কুলে গিয়েও একই অবস্থা ৷ আমার কোনও বন্ধু নেই, শিক্ষকরাও আমাকে দেখে ভয় পেত ৷ এখন আমার বয়স ১৯ ৷ রান্না করতে খুবই ভালো লাগে ৷ কিন্তু আমার এই মুখশ্রীর জন্য আমাকে কেউ কাজ দেয় না ৷ ’

advertisement

পঞ্জাবের ভূপেন্দর নিউরোফাইব্রোমেটোসিস রোগে আক্রান্ত ৷ এই রোগে আক্রান্ত হলে নার্ভ সিস্টেমে টিউমার তৈরি হয় ৷ এই রোগ খুবই বিরল ৷ খুব কম সংখ্যক মানুষের মধ্যে এই রোগ দেখা যায় ৷ এমনকী, এই বিরল রোগের কোনও চিকিৎসা নেই ৷ এই ধরণের রোগে টিউমারের প্রভাবে মুখের ত্বক অতিমাত্রায় বৃদ্ধি পেতে থাকে ৷ এই সমস্যা থেকে মুক্তি পেতে বার বার অস্ত্রোরপচার করাতে হয় ৷ তবে অস্ত্রোপচারেও সুফল ঘটেনি ৷ প্রায় ৯ বছর ধরে ঘরবন্দি ভূপেন্দর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভূপেন্দর জানান, ‘আমাদের বাড়িতে একটাই আয়না ছিল ৷ কিন্তু আমার মা আমাকে আয়না দেখতে দিতেন না ৷ তবে আমি যখন বড় হই ৷ আয়নায় নিজের মুখ দেখেই ভয় পেয়ে যাই ৷ আমার মা আমাকে দেখে সব সময় কান্নাকাটি করে ৷ বাবা খুবই মানসিক অশান্তিতে ভুগছেন ৷ কিন্তু এই সমস্যার সমাধান নেই ৷ আমার একটাই স্বপ্ন, আমার জীবনটা পালটে যাক ৷ ঘরবন্দি হয়ে থাকতে চাই না ৷ আমি চাই নিজের পায়ে দাঁড়াতে ৷ একটা সুস্থ জীবন কাটাতে ৷ সেটা কী আমি পারব না ? এই প্রশ্নের উত্তর খুঁজেই চলেছি ! ’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মোমের মতো গলে পড়ছে মাথার একাংশ, বিরল রোগে আক্রান্ত এই যুবক