বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় ডোসিগাঁও এলাকার ভারত পেট্রোলিয়ামের ‘শক্তি ফুয়েলস’ নামক পাম্প থেকে গাড়িগুলি ডিজেল নেয়। এরপর কিছু দূর গিয়েই গাড়িগুলি একের পর এক বন্ধ হয়ে যায়। তদন্তে দেখা যায়, ২০ লিটার ডিজেলের মধ্যে প্রায় ১০ লিটারই ছিল জল। এমন পরিস্থিতি একাধিক গাড়ির ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এমনকি ওই একই সময়ে একটি ট্রাক ওই পাম্প থেকে তেল নিয়েছিল। লরিটিতে ২০০ লিটার ডিজেল ভরা হয়েছিল, তাও বন্ধ হয়ে যায়।
advertisement
খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভারত পেট্রোলিয়ামের এরিয়া ম্যানেজার জানান, বৃষ্টির কারণে ট্যাঙ্কে জল ঢুকে থাকতে পারে। পাম্পটি শক্তি পতি এইচআর বুন্দেলার নামে রয়েছে। রাতেই পাম্পটি প্রশাসনিক কর্তারা সিল করে দেওয়া এবং কনক্লেভে কোনও বাধা না আসে, সে জন্য ইন্দোর থেকে নতুন গাড়ি পাঠানো হয়।
স্থানীয় এক প্রশাসনিক কর্তা জানান, বৃষ্টির কারণে পেট্রল ট্যাঙ্কে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। পেট্রল পাম্পটি সিল করে দিয়েছে এবং বিষয়টির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। কনক্লেভে মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সহ একাধিক ভিআইপি অংশ নেবেন। এই ঘটনার পর জেলা প্রশাসন সম্পূর্ণ সতর্কতার সঙ্গে প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।