TRENDING:

বিরোধী ঐক্য তুলে ধরতে আজ স্ট্যালিনের কনফারেন্স, আমন্ত্রিত মমতা-কেজরিওয়াল-চন্দ্রশেখর রাও

Last Updated:

১৯'টি দলের নেতারা যোগ দেবেন বলে রাজনৈতিক সূত্রের দাবি। রাজনৈতিক সূত্রের বক্তব্য, সামাজিক ন্যায় বিষয়ক আলোচনার মোড়কে আসলে মোদী- বিরোধী অবিজেপি দলগুলিকে আরও সংঘবদ্ধ করার এটি একটি প্রয়াস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অল ইন্ডিয়া ফেডারেশন ফর সোশ্যাল জাস্টিসের অংশ হিসাবেই আজ দিল্লিতে ৩ এপ্রিল জাতীয় কনফারেন্সের ডাক দেওয়া হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এই বৈঠকের ডাক দিয়েছেন। বিজেপি বিরোধী দলের নেতৃত্বদের মধ্যে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
স্ট্যালিনের আমন্ত্রনে, হাজির থাকতে পারেন ১৯ বিরোধী দলের নেতা
স্ট্যালিনের আমন্ত্রনে, হাজির থাকতে পারেন ১৯ বিরোধী দলের নেতা
advertisement

আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-কেও। অনলাইন ও অফলাইনে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে।সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল উভয়েই দলীয় ও প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে এই কনফারেন্সে যোগ দিতে পারবেন না। তার বদলে তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, আম আদমি পার্টির তরফে সাংসদ সঞ্জয় সিং এবং বিআরএসের তরফে সাংসদ কেশব রাও হাজির থাকবেন।

advertisement

আরও পড়ুন -  IPL 2023: কোহলি ও ডুপ্লেসির ব্যাটিং তাণ্ডবে ধরাশায়ী রোহিতের মুম্বই, ৮ উইকেটে জয় আরসিবির

ডিএমকে-র তরফে এই নিয়ে দ্বিতীয়বার বিরোধীদের একজোট করার প্রচেষ্টা।বিরোধী ঐক্যের যে হাওয়া তৈরি হয়েছে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ হওয়ার পর, তা আরও জোরালো করতে আজ সোমবার ডিএমকে-র নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডাকে অনুষ্ঠিত হতে চলেছে বিরোধী নেতা এবং মুখ্যমন্ত্রীদের সম্মেলন। অংশগ্রহণকারীদের সুবিধার্থে ওই সম্মেলনে কিছু নেতা সরাসরি থাকবেন, অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

advertisement

আরও পড়ুন -  Hottest Weightlifter: লাস্যে মন মাতোয়ারা, কী তোলেন জানেন! শুধু তুফান নয়, ওজনও তোলেন , শেখান প্রেম করতে, রইল হট ফটো

যোগ দেবেন তৃণমূলের ডেরেক ও'ব্রায়েন, এসপি-র অখিলেশ যাদব, আরজেডি-র তেজস্বী যাদব, আপ-এর সঞ্জয় সিংহ, জেএমএম-এর হিমন্ত সোরেন, বিআরএস-এর কে কেশব রাও, এনসি-র ফারুক আবদুল্লা-র মতো নেতারা। এখনও পর্যন্ত ঠিক আছে, কংগ্রেস, আপ, এনসিপি-সহ মোট ১৯টি দলের নেতা উপস্থিত থাকবেন আজকের এই বৈঠকে।

advertisement

রাজনৈতিক সূত্রের বক্তব্য, সামাজিক ন্যায় বিষয়ক আলোচনার মোড়কে আসলে মোদী- বিরোধী অবিজেপি দলগুলিকে আরও সংঘবদ্ধ করার এটি একটি প্রয়াস। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিরোধী ঐক্য ধারাবাহিক প্রক্রিয়া। ধাপে ধাপে এগোনো প্রয়োজন। সংসদের ভিতরে ও বাইরে সব বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে। এটা সমবেত প্রয়াস। বিরোধীদের সহমত হয়ে এখন থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

 ABIR GHOSHAL

বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধী ঐক্য তুলে ধরতে আজ স্ট্যালিনের কনফারেন্স, আমন্ত্রিত মমতা-কেজরিওয়াল-চন্দ্রশেখর রাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল