কে কে আছেন এই মন্ত্রিসভায়, রয়েছেন চন্দ্রকান্ত পাতিল, গিরিশ মহাজন, সুরেশ খাড়ে, রাধাকৃষ্ণ ভিখে পাটিল, অতুল সাভে, মঙ্গলপ্রভাত লোধা, রবীন্দ্র চৌহান ও বিজয় কুমার মন্ত্রী হয়েছেন। এরা সকলেই বিজেপির বিধায়ক। এদের চন্দ্রকান্ত পাতিল ২০১৪-১৯ সালে ছিলে মন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। এ ছাড়া গুলবারো পাতিল, দাদা ভুসে ও উদয় সামন্ত ছিলেন উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার সদস্য।
advertisement
আরও পড়ুন: গরু পাচারে শুধু শাসক দলের নেতারাই যুক্ত নন, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর!
আরও পড়ুন: অরুচি দূর করতে হঠাৎ হাজির জেলের ক্যান্টিনে, বের করলেন টাকা, পার্থর মুখে উঠল প্রাণপ্রিয় খাবার!
এক নজরে দেখে নিন, বিজেপি-র যে বিধায়করা শপথ নিলেন
১. চন্দ্রকান্ত পাতিল
২. রাধাকৃষ্ণ পাতিল
৩. সুধীর মুঙ্গানতিওয়ার
৪. সুরেশ খাড়ে
৫. গিরিশ মহাজন
৬. রবীন্দ্র চৌহান
৭. মঙ্গলপ্রভাত লোধা
৮. বিজয়কুমার গাভিত
৯. অতুল সাভে
দেখে নিন শিবসেনার ৯ বিধায়ক, যাঁদের স্থান হল মন্ত্রিসভায়
১. দাদা ভুসে
২. শম্ভুরাজে দেশাই
৩. সন্দীপন ভুমরে
৪. উদয় সামন্ত
৫. তানাজি সাওয়ন্ত
৬. দীপক কেসারকর
৭. গুলাবো পাতিল
৯. সঞ্জয় রাঠৌর