TRENDING:

শপথের ৪০ দিন পর মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন শিন্ডের, মন্ত্রিসভায় ১৮ জন

Last Updated:

শপথের ৪০ দিন পর মঙ্গলবার রাজভবনে মন্ত্রিসভা গঠিত হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ৪০ দিন পরে মন্ত্রিসভা গঠন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মতবিরোধের পর শিবসেনার বিধায়কদের নিয়েই সরাসরি অন্য এক শিবির তৈরি করেন একনাথ। তাঁর নেতৃত্বে শিবসেনার বিধায়করা সরাসরি বিজেপির সঙ্গে জোট তৈরি করেন। মহা-বিকাশ আগাড়ির পর মহারাষ্ট্রে সরকার গঠন করে বিজেপি ও শিবসেনা। মুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডে শপথ নিলেও শেষ পর্যন্ত মন্ত্রিসভা তখন গঠিত হয়নি। শপথের ৪০ দিন পর মঙ্গলবার রাজভবনে মন্ত্রিসভা গঠিত হল।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

কে কে আছেন এই মন্ত্রিসভায়, রয়েছেন চন্দ্রকান্ত পাতিল, গিরিশ মহাজন, সুরেশ খাড়ে, রাধাকৃষ্ণ ভিখে পাটিল, অতুল সাভে, মঙ্গলপ্রভাত লোধা, রবীন্দ্র চৌহান ও বিজয় কুমার মন্ত্রী হয়েছেন। এরা সকলেই বিজেপির বিধায়ক। এদের চন্দ্রকান্ত পাতিল ২০১৪-১৯ সালে ছিলে মন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। এ ছাড়া গুলবারো পাতিল, দাদা ভুসে ও উদয় সামন্ত ছিলেন উদ্ধব ঠাকরের মন্ত্রিসভার সদস্য।

advertisement

আরও পড়ুন: গরু পাচারে শুধু শাসক দলের নেতারাই যুক্ত নন, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর!

আরও পড়ুন: অরুচি দূর করতে হঠাৎ হাজির জেলের ক্যান্টিনে, বের করলেন টাকা, পার্থর মুখে উঠল প্রাণপ্রিয় খাবার!

এক নজরে দেখে নিন, বিজেপি-র যে বিধায়করা শপথ নিলেন

advertisement

১. চন্দ্রকান্ত পাতিল

২. রাধাকৃষ্ণ পাতিল

৩. সুধীর মুঙ্গানতিওয়ার

৪. সুরেশ খাড়ে

৫. গিরিশ মহাজন

৬. রবীন্দ্র চৌহান

৭. মঙ্গলপ্রভাত লোধা

৮. বিজয়কুমার গাভিত

৯. অতুল সাভে

দেখে নিন শিবসেনার ৯ বিধায়ক, যাঁদের স্থান হল মন্ত্রিসভায়

১. দাদা ভুসে

২. শম্ভুরাজে দেশাই

৩. সন্দীপন ভুমরে

৪. উদয় সামন্ত

advertisement

৫. তানাজি সাওয়ন্ত

৬. দীপক কেসারকর

৭. গুলাবো পাতিল

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

৯. সঞ্জয় রাঠৌর

বাংলা খবর/ খবর/দেশ/
শপথের ৪০ দিন পর মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন শিন্ডের, মন্ত্রিসভায় ১৮ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল