সূত্রের খবর, নিহত ১৭ জন জওয়ানের মধ্যে ১৫ জন বিহার রেজিমেন্টের জওয়ান ৷ বাকি দু’জন ডোগড়া রেজিমেন্টের ৷ বিহার রেজিমেন্টের ১৫ জওয়ানের মধ্যে ছ’জন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
উরি জঙ্গি হামলার লেটেস্ট আপডেট -
advertisement
হামলার জেরে জরুরি বৈঠক ডেকেছেন রাজনাথ সিং ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উরির ঘটনা সম্পর্কে জানিয়েছেন রাজনাথ সিং ৷ ট্যুইট হামলার তীব্র নিন্দা করেছেন মোদি ৷
প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর উরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷
হামলায় এখনও পর্যন্ত ১৭ জন সেনা জওয়ান শহীদ হয়েছেন ৷
সেনা প্রধান দলবীর সিং সুহাগ উরির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷
ঘটনাস্থলে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ৷
সোনা জঙ্গি লড়াইয়ে খতম হয়েছেন চার জওয়ান ৷
জঙ্গি হামলার জেরে বিদেশ সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
DGMO লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানিয়েছেন, ‘উরিতে জঙ্গি হানায় জইশ-এ-মহম্মদের হাত রয়েছে ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ৷ ৪ জঙ্গিরই মৃত্যু হয়েছে ৷ সেনাছাউনিতে আগুনেই জওয়ানদের মৃত্যু ৷’
ঠিক একই ভাবে চলতি বছেরের শুরুতে সেনার হামলা চালানো হয় পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে ৷ পোশাকে পাকিস্তান সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে থাকা পাঠানকোটের বিমানঘাঁটিতে ঢোকে ছয় জইশ-ই-মহম্মদ জঙ্গি ৷ ছক কষে তিন দিক থেকে হামলা চালায় জঙ্গিরা ৷ পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলার পর একই ভাবে সেনার হেড কোয়ার্টারে হামলার ঘটনার পর নিরাপত্তার গলদ নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন ।