TRENDING:

'প্রতি মাসে প্রায় ১৬ লাখ চাকরির সুযোগ দেয় কেন্দ্রীয় সরকার', দাবি রেলমন্ত্রীর

Last Updated:

রেলমন্ত্রীর ভাষায়, '' প্রতি মাসে কেন্দ্রীয় সরকার প্রায় ১৬ লাখ চাকরির সুযোগ দেয়। নরেন্দ্র মোদি সরকারের চাবিকাঠি হল স্বচ্ছতা ''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজস্থান:  প্রতি মাসে প্রায় ১৬ লাখ চাকরির সুযোগ দেয় কেন্দ্রীয় সরকার, এমনটাই দাবি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো-র। রাজস্থানের আজমের-এ সেন্ট্রাল রিসলভ পুলিশ ফোর্স আয়োজিত 'রোজগার মেলা'য় অংশ নিয়ে এমনটাই জানান রেলমন্ত্রী।
advertisement

রেলমন্ত্রীর ভাষায়, '' প্রতি মাসে কেন্দ্রীয় সরকার প্রায় ১৬ লাখ চাকরির সুযোগ দেয়। নরেন্দ্র মোদি সরকারের চাবিকাঠি হল স্বচ্ছতা '' তিনি আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের পরিস্থিতিতেও ভারত সুযোগের পূর্ণ শক্তির উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। কেন্দ্রীয় সরকারের নানাবিধ স্কিমের সাহায্যে সমাজের প্রতিটা স্তরের প্রতিটা মানুষের জীবনযাপন এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।

advertisement

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো-র মতে, সেই মানুষই জীবনে সাফল্য পেয়েছে, যে  জীবনের সমস্ত কাজে-দায়িত্বে জাতিকে আগে রেখে এগিয়েছে। তাঁর ভাষায়, '' একটাই মন্ত্র... নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট... এই মন্ত্র সম্বল করে যদি আজকের প্রজন্ম নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে চলে, তাহলে তাদের জীবনে আর কোনও দ্বিধা-দ্বন্দ্ব থাকবে না। '' এদিনের অনুষ্ঠানেও বহু চাকরিপ্রার্থিকে চাকরির নিয়োগপত্র দেন রেলমন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি মাসেই সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, স্টেশন মাস্টার, জুনিয়র ইঞ্জিনিয়র-সহ একাধিক পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী জানান, রেলে এমন অনেক টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কর্মী কাজ করেন, যাঁদের কাছে একটা সময়ের পর পদোন্নতির সুযোগ থাকে না। কাজেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদোন্নতির ফলে কর্মীদের বেতন মাসিক আড়াই থেকে চার হাজার টাকা করে বাড়বে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'প্রতি মাসে প্রায় ১৬ লাখ চাকরির সুযোগ দেয় কেন্দ্রীয় সরকার', দাবি রেলমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল