উদ্ধারকাজ চলছে জোরকদমে, মোতায়েন করা হয়েছে বিপুল জনবল ও যন্ত্রপাতি। শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ত্রাণ কার্যক্রমের সঙ্গে সমন্বয় করছে।
জল্পনার অবসান! ‘এই কারণেই…’ জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ! স্পষ্ট জানিয়ে দিলেন অমিত শাহ
ইচ্ছামতো টাকা তুলছেন ATM থেকে? RBI-এর নতুন নিয়মে বড় ধাক্কা! না জানলেই ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট!
advertisement
বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত
প্রবল রাতভর বৃষ্টির জেরে আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে। জম্মুর একাধিক জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে কারণ বড় বড় নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। ভক্তদের কেবলমাত্র শ্রাইন বোর্ডের সরকারি নির্দেশিকা ও আপডেট মেনে চলার অনুরোধ করা হয়েছে।
লাল সতর্কতা, আরও ভারী বৃষ্টির পূর্বাভাস
ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জম্মু-কাশ্মীরের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী সময়ে আরও ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কাঠুয়া, সাম্বা, ডোডা, জম্মু, রামবান এবং কিশতওয়ার জেলা বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। চেনাব নদী বিপদসীমার উপরে বইছে, ফলে ঝুঁকিপূর্ণ এলাকায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)-এর দল।
বাসিন্দাদের, বিশেষত নদী তীরবর্তী মানুষদের, ঘরের ভেতরে থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।