স্থানীয় ও পুলিশ সূুত্রে খবপর, যোধপুরের ফালোদির মাতোদা গ্রামের কাছে ভারত মালা এক্সপ্রেসওয়েতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং পথচারীরাও মৃতদেহগুলি এবং আহতদের উদ্ধার অভিযান চালায়। পুলিশের মতে, নিহত ১৮ জন একই পরিবারের সদস্য। তাঁরা যোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা। কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে বিকানেরের কোলায়ত মন্দির থেকে ফিরছিলেন প্রত্যেকেই। আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গ্রিন করিডোর করে যোধপুরে স্থানান্তরিত করা হয়।
advertisement
মৃতদেহগুলি ওসিয়ান সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যোধপুরের পুলিশ কমিশনার ওম প্রকাশ মথুরাদাসচিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করতে হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি জানান, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। গন্তব্য থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে পুণ্যার্থীদের বাস দুর্ঘটনার কবলে পড়ে।
