গত ৫ বছর দিল্লিতে উন্নয়নমূলক কাজ নিয়ে যখন আপ-এর প্রচার তুঙ্গে, তখন দিল্লি কংগ্রেস প্রদেশ সভাপতির দাবি, যাঁদের হাত ধরে 'ভালো কাজ'-এর প্রচার চালাচ্ছে আপ, তাঁদেরকেই এ বারের ভোটে টিকিট দেননি অরবিন্দ কেজরিওয়াল৷ সুভাষের কথায়, 'আপ যদি তাদের কাজে আত্মবিশ্বাসীই থাকে, তা হলে কেন সব বিধায়ককে ফের প্রার্থী করছে না? বিধায়কদের ভালো কাজের এটা পুরস্কার?'
advertisement
মঙ্গলবার আপ বিধানসভায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ ১৫ জন বর্তমান বিধায়ককে এবার টিকিট দেওয়া হয়নি৷
৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন। ১১ ফেব্রুয়ারি হবে ফল প্রকাশ। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ১৪ জানুয়ারি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জানুয়ারি। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি।