TRENDING:

১৪১ ট্রেন বাতিল এবং ১৮টির যাত্রাপথ পরিবর্তিত আজ শুক্রবার, ভারতীয় রেলের স্টেটাস জানুন বিশদে

Last Updated:

ভারতীয় রেলওয়ে জানিয়েছে যে খারাপ আবহাওয়া এবং বিভিন্ন ধরনের পরিচালন সম্পর্কিত সমস্যার জন্য কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় রেলওয়ে ৪ নভেম্বর অর্থাৎ শুক্রবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে।  প্রায় ১৪১টি ট্রেন বাতিল। সুতরাং বড় সংখ্যায় যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজেই যে সকল যাত্রী টিকিট কেটে রেখেছেন, তাঁদের স্টেশনে যাওয়ার আগে ট্রেনের স্টেটাস চেক করে নিতে হবে।
advertisement

আবহাওয়া, রিপেয়ারিং এবং অন্যান্য বিভিন্ন কারণে ভারতীয় রেলওয়ে বাতিল করেছে প্রায় ১৪১টি ট্রেন। এর ফলে দেশজুড়ে বহুসংখ্যক যাত্রী সমস্যার সম্মুখীন হবেন। ভারতীয় রেলওয়ে জানিয়েছে যে খারাপ আবহাওয়া এবং বিভিন্ন ধরনের পরিচালন সম্পর্কিত সমস্যার জন্য কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ভারতীয় রেলের তরফে ১০৯টি ট্রেন রদ করা হয়েছে, ৯৪টি ট্রেন বাতিল করা হয়েছে, ৩২টি ট্রেন আংশিক সময়ের জন্য বাতিল করা হয়েছে। অন্য দিকে, ২২টি ট্রেন রিশিডিউল করা হয়েছে এবং ১৮টি ট্রেন নাম পরিবর্তন করে চালানো হবে। এর মধ্যে রয়েছে প্যাসেঞ্জার, মেল এবং এক্সপ্রেস ট্রেন।

advertisement

অনলাইনে ট্রেনের স্টেটাস চেক করার উপায় -

বর্তমানে ভারতীয় রেলওয়ের বিভিন্ন ধরনের পরিষেবা অনলাইনে পাওয়া যায়। সুতরাং যাঁরা আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রেখেছেন এবং ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা করতে প্রস্তুত, তাঁদের অতি অবশ্যই অনলাইনে গিয়ে নিজেদের ট্রেনের স্টেটাস চেক করা প্রয়োজন। ভারতীয় রেলওয়ের তরফে যাত্রীদের সুবিধার জন্য ক্যানসেল করা ট্রেনের লিস্ট আইআরসিটিসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও NTES অ্যাপে ক্যানসেল করা ট্রেনের তালিকা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভারতীয় রেলের যে কোনও ট্রেনের স্টেটাস চেক করা যেতে পারে এই ওয়েবসাইটে - https://enquiry.indianrail.gov.in/mntes। পাশাপাশি আইআরসিটিসির ওয়েবসাইটেও ভারতীয় রেলের সম্পর্কে বিশদে জানা যেতে পারে। সেটি হল - https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2। এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় রেলের বাতিল করা ট্রেন সম্পর্কে জানা যেতে পারে। এছাড়াও অন্যান্য রেলের স্টেটাস সম্পর্কেও জানা যেতে পারে।

advertisement

এক নজরে দেখে নেওয়া যাক এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের স্টেটাস জানার উপায় -

- বাতিল হওয়া ট্রেনের লিস্ট চেক করার জন্য সবার প্রথমে - https://enquiry.indianrail.gov.in/mntes ওপেন করতে হবে।

- এরপর সেখানে এক্সেপশনাল ট্রেন অপশন দেখা যাবে, সেটিতে ক্লিক করতে হবে।

- সেখানে গিয়ে রিশিডিউল এবং ডাইভার্ট ট্রেনের লিস্টে ক্লিক করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

- সেখানেই যাত্রীরা সমস্ত তথ্য পেয়ে যাবেন।

বাংলা খবর/ খবর/দেশ/
১৪১ ট্রেন বাতিল এবং ১৮টির যাত্রাপথ পরিবর্তিত আজ শুক্রবার, ভারতীয় রেলের স্টেটাস জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল