advertisement
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৮৩জন শিশুর মৃত্যু হয়েছে। কেজরিওয়াল হাসপাতালে মৃত্যু হয়েছে ১৭জন শিশুর। এদের প্রত্যেকেরই বয়স ১০ বছরের কম । প্রাথমিকভাবে প্রচণ্ড জ্বর, খিঁচুনি ও মাথা ব্যাথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুদের। রাজ্য সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে হাইপোগ্লাইসেমিয়া বা নিম্ন মাত্রার ব্লাড সুগারের জন্যই এই রোগের সূত্রপাত। কিন্তু এই বক্তব্য মানতে নারাজ চিকিৎসক মহল ।তাঁদের মতে নিজেদের গাফিলতি ঢাকতেই এহেন বিবৃতি দিয়েছে রাজ্য সরকার ।