নোট বাতিলের চরম হয়রানির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে ৷ ব্যাঙ্কে লম্বা লাইন। এটিএমে নো ক্যাশ বোর্ড। টাকার খোঁজে বদলে গিয়েছিল প্রতিদিনের চেনা রুটিন। ব্যাঙ্কের পথেই প্রাতঃভ্রমণ। ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে কাটাতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা ৷ নট বাতিলের পর প্রায় তিন মাস হতে চলেছে ৷ সাধারণ মানুষের জন্য এবার স্বস্তির বার্তা নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক ৷
advertisement
এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরও বাড়াল RBI ৷ ১০ হাজার টাকার বদলে এবার এটিএম থেকেই তোলা যাবে ২৪ হাজার টাকা ৷ পয়লা ফেব্রুয়ারি অথার্ৎ আজ থেকেই লাগু হতে চলেছে নয়া নিয়ম ৷ এবার একাধিকবার টাকা তোলার ক্ষেত্রেও কোনও বাধা রইল না ৷
এবার এটিএম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যত বার খুশি টাকা তোলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না ৷ একইসঙ্গে এবার থেকে এটিএম থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা তুলতে পারা যাবে বলে জানিয়েছে RBI ৷ পূর্ব নিয়ম অনুসারে, সপ্তাহে এটিএম-এর মাধ্যমে মাত্র ১০ হাজার টাকাই তোলা যেত ৷ কিন্তু সেভিংস অ্যাকাউন্টেও সপ্তাহে সর্বোচ্চ টাকা তোলার সীমা অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক ৷