TRENDING:

ভেঙে পড়ল ওড়িশার মহানদী নদীর ওপর ব্রিজ ! মৃত ১২

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওড়িশা: ভেঙে পড়ল মহানদী নদীর ওপর ব্রিজ! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২, আহত একাধিক ।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪০ জন যাত্রীবাহি বাসটি তালচের-এর কোলিয়ারি অঞ্চল থেকে কটকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জগৎপুরের কাছে, ব্রিজের উপর, হঠাৎ করেই বাসের সামনে একটি মোষ চলে আসে! চালক আচমকা ব্রেক মারায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে বাসটি । সিমেন্টের রেলিং ভেঙে সোজা ৩০ ফিট নীচে, নদীর চড়ে পড়ে যায় যাত্রীবোঝাই বাস।

advertisement

পুলিশের ডিআইজি রমেশ প্রসাদ শর্মা জানিয়েছেন, ''দুর্ঘটনায় ১২জন যাত্রীর মৃত্যু হয়েছে।''

কটক পুলিশের ডেপুটি কমিশনার অখিলেশ সিং জানান, '' বাসটি নদীর যে অংশে পড়ে, সেখানে চড়া পড়ে থাকায় আহতের সংখ্যা বেড়েছে।''

আহতদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রী নবীন পটনায়েক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করেন।

advertisement

ওড়িশার ফায়ার সার্ভিস ডিরেক্টার জেনারেল বি কে শর্মা জানান, '' স্থানীয়রা বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। কিন্তু অন্ধকার থাকায় উদ্ধারকার্যে বাধা আসে। একইসঙ্গে নদীর চড়ের ওই অংশে নৌকায় করে যেতেও সমস্যা হচ্ছিল।'' ৪০-এর বেশি অগ্নিনির্বাপক কর্মী উদ্ধারকার্য চালাচ্ছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

আরও পড়ুন-মাঝরাস্তায় দাউ দাউ করে জ্বলছে গাড়ি ! দেখুন ভয়ঙ্কর সেই ভিডিও--

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভেঙে পড়ল ওড়িশার মহানদী নদীর ওপর ব্রিজ ! মৃত ১২