নোট বাতিলের ৫০ দিন পর প্রদেশ ১৮/ইটিভি-কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের আয়কর বিভাগের প্রধান আরকে পালিওয়াল ৷ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন-
-নোট বাতিলের ৫০ দিন পর ১১৫ কোটি কালো টাকার সন্ধান মিলেছে ৷
-আয়কর ও পুলিশ ১৫ কোটি নগদ কালো টাকা বাজেয়াপ্ত করেছে ৷
- আর্থিক দুর্নীতির ৪টি মামলা ইডিকে দেওয়া হয়েছে ৷
advertisement
তিনি আরও বলেছেন, আয়কর বিভাগকে কালো টাকার মালিকরা নিজে থেকেই ১০০ কোটি কালো টাকার কথা জানিয়েছে ৷ এছাড়া আয়কর বিভাগ তদন্তের মাধ্যমে কালো টাকার মালিকদের সম্বন্ধে তথ্য জোগার কতে তাদের হাতেনাতে ধরে ফেলেছেন ৷
নোট বাতিলের ঘোষণার পর থেকেই দেশজুড়ে কালো টাকা উদ্ধারে চিরুনি তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ, অপরাধদমন শাখা। বিমানবন্দরে তল্লাশিতে বসেছে বডি স্ক্যানার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর সংখ্যক নতুন ও পুরোন নোট। অঙ্কটাও চমকে দেওয়া মত।
কালো টাকা উদ্ধারে আট-ই নভেম্বর মোদির নোট বাতিলের ঘোষণার পর কেটে গেছে ৫০ দিন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে ইনকাম ট্যাক্স, সিবিআই, দুর্নীতিদমন শাখা একযোগে অভিযান চালাচ্ছে দেশ জুড়ে। কখনও রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিক, কখনও ব্যবসায়ী, কখনও হাওয়ালা কারবারির কাছ থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি হিসাব বহির্ভূত টাকা। বুধবারও দেশজুড়ে আয়কর বিভাগ ও সিবিআই-র তল্লাশিতে উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকা।