TRENDING:

CAA নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ১০০ জন বিশিষ্ট নাগরিক

Last Updated:

প্রতিবেশি ৩ দেশের কোনও সংখ্যালঘুকে যেন নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে না হয়, তাও নিশ্চিত করার আর্জি জানিয়েছেন বিশিষ্টরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন একদল বিশিষ্ট নাগরিক। প্রাক্তন সেনা অফিসার, আমলা থেকে বুদ্ধিজীবি - প্রতিনিধি দলে ছিলেন ১০০ জনেরও বেশি বিশিষ্ট নাগরিক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন তাঁরা। তাদের আর্জি, নাগরিকত্ব সংশোধনী আইন দ্রুত গোটা দেশে কার্যকর করুক কেন্দ্র। প্রতিবেশি ৩ দেশের কোনও সংখ্যালঘুকে যেন নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে না হয়, তাও নিশ্চিত করার আর্জি জানিয়েছেন বিশিষ্টরা।
advertisement

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি দেশের ৷ দেশের প্রায় প্রতিটি রাজ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। তবে এ থেকে যে কেন্দ্র পিছু হঠবে তা বারবার বুঝিয়ে দিয়েছে মোদি সরকার ৷ নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হয় গত ১১ ডিসেম্বর।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ছ’টি সম্প্রদায়ের মানুষ ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে ভারতে চলে এলে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। ছ’টি সম্প্রদায় হল হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান। তবে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া সংবিধানবিরোধী। বলে জানিয়েছে বিরোধীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
CAA নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ১০০ জন বিশিষ্ট নাগরিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল