TRENDING:

লকডাউনে টিভিতে রামায়ণ দেখেই আস্ত একখানা রামায়ণ লিখে ফেলল ১০ বছরের খুদে

Last Updated:

লকডাউনে দূরদর্শনে দেখানো হয়েছিল 'ক্লাসিক' হয়ে ওঠা সিরিয়াল রামানন্দ সাগরের 'রামায়ণ । ফের একবার আটের দশকের নস্টালজিয়ায় ভেসেছিল গোটা দেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওড়িশা: লকডাউনে দূরদর্শনে দেখানো হয়েছিল 'ক্লাসিক' হয়ে ওঠা সিরিয়াল রামানন্দ সাগরের 'রামায়ণ । ফের একবার আটের দশকের নস্টালজিয়ায় ভেসেছিল গোটা দেশ। সেই সময় বাকিদের মত রামায়ণ দেখেছিল ওড়িশার বাসিন্দা ১০ বছরের এক খুদে। কিন্তু সে শুধু দেখেইনি, রামায়ণের টেলি-সম্প্রচার তার মনে এমন প্রভাব ফেলল যে সে নিজেই লিখে ফেলল শিশুদের উপযোগী আস্ত একখানা রামায়ণ!
advertisement

আয়ুষ কুমার খুনটিয়া নামের ছোট্ট ছেলেটি তার লেখা রামায়ণের নাম রেখেছে 'পিলাকা রামায়ণ', অর্থাৎ ছোটদের রামায়ণ। উড়িয়া ভাষায় লেখা ১০৪ পাতার রামায়ণে ফুটে উঠেছে রামের বনবাস, রাবণের সীতাহরণ, রাবণ বধ, রামের প্রত্যাবর্তন থেকে উত্তরকাণ্ড... সবই!

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আয়ুষের ভাষায়, '' মার্চে লকডাউন চলাকালীন টিভিতে রামায়ণ দেখানো হচ্ছিল। সেইসময় আমার বড়জ্যাঠু বলেন, প্রতিটা এপিসোড মন দিয়ে দেখে নিজের মতো করে লিখে রাখতে। সেইমতো আমি প্রথম এপিসোড থেকেই দেখতে শুরু করি, আর প্রতিদিন ডায়রিতে লিখে রাখতে শুরু করি।''

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনে টিভিতে রামায়ণ দেখেই আস্ত একখানা রামায়ণ লিখে ফেলল ১০ বছরের খুদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল