পরিবার সূত্রে খবর, শনিবার বাড়িতেই খেলার সময় মৌমাছির ঝাঁকের কবলে পড়েছিল শিশুকন্যাটি। কামড়ের পরই জ্ঞান হারায় মেয়েটি। কয়েকজন প্রত্যক্ষদর্শী মেয়েটিকে বাড়ির বাইরে পরে থাকতে দেখেন। তথনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
মেয়ের অকালমৃত্যুতে গোটা পরিবারে শোকের ছায়া। গ্রামে কোথা থেকে এমন বিষাক্ত মৌমাছি আসছে, এবং একের পর এক মৃত্যু ঘটছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা।
advertisement
এর আগেও অনেক সময় বিষাক্ত মৌমাছির কামড়ে পশু-পাখির মৃত্যুর খবর শোনা গিয়েছে। মানুষেরও মৃত্যু হয়েছে বাংলাদেশে। গত এপ্রিলে বাংলাদেশের গাজীপুরের কালিয়াকরের সিনাবহ খন্দকার পাড়া এলাকায় মৌমাছির কামড়ে খন্দকার বিপ্লব নামের এক যুবকের মৃত্যু হয়। দুপুরে বাড়ির পাশে বেল গাছে উঠে বেল পাড়ার সময় মৌমাছির কামড়ে আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত খন্দকার বিপ্লব হোসেন (৪০) কালিয়াকৈরে সিনাবহ খন্দার পাড়া এলাকার মৃত খন্দকার মোশারফের ছেলে।
আরও পড়ুন: লাঠি দিয়েই চিতা বাঘ তাড়ালেন মহিলা! গোটা দেশে ঝড় তুলেছে এই ভাইরাল ভিডিও