TRENDING:

HIV+: AIDS শুনেই একঘরে করল গোটা গ্রাম! উত্তরপ্রদেশে মায়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেল ১০ বছরের ছেলে

Last Updated:

৫২ বছরের ওই মহিলার বহুদিন ধরেই যক্ষ্মা ও HIV, দুই সমস্যা নিয়েই চিকিৎসাধীন ছিলেন৷ চিকিৎসাধীন অবস্থাতেই জেলার হাসপাতালে তাঁর মৃত্যুর হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইটা: মায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য নিজে একাই বয়ে নিয়ে গেল ১০ বছরের পুত্র৷ সাহায্যে এল না কোনও আত্মীয়, পরিজন৷ মর্মান্তিক এই দৃশ্য দেখল উত্তরপ্রদেশের ইটা জেলার বাসিন্দারা৷ সূত্রের খবর, ৫২ বছরের ওই মহিলার বহুদিন ধরেই যক্ষ্মা ও HIV, দুই সমস্যা নিয়েই চিকিৎসাধীন ছিলেন৷ চিকিৎসাধীন অবস্থাতেই জেলার হাসপাতালে তাঁর মৃত্যুর হয়৷
AIDS শুনেই একঘরে করল গোটা গ্রাম! উত্তরপ্রদেশে মায়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেল ১০ বছরের ছেলে
AIDS শুনেই একঘরে করল গোটা গ্রাম! উত্তরপ্রদেশে মায়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেল ১০ বছরের ছেলে
advertisement

মায়ের নিথর দেহের পাশে বসে থাকা ছেলেটির ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে পৌঁছানো পর্যন্ত ছেলেটি ঘণ্টার পর ঘণ্টা মায়ের দেহের পাশেই বসে ছিল। পরে পুলিশই দেহের ময়না তদন্ত এবং শেষকৃত্যের ব্যবস্থা করে দেয়৷ ছেলেটির বাবারও মৃত্যু হয়েছে এইচআইভি-তে আক্রান্ত হয়েই৷

আরও পড়ুন: মকর সংক্রান্তির পরেই স্থান বদল সূর্যের! শনিবারেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, সূর্যের কৃপায় রাজা হবে ৪ রাশি, টাকার বৃষ্টি

advertisement

দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ছেলেটির বাবা গত বছর এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা যান। ১০ বছরের কিশোর ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, তার মা টাহর বীরাঙ্গনা অবন্তী বাই মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন৷ এইচআইভি ধরা পড়ার পর থেকেই সমাজে তাদের অবস্থান বদলে যায় এবং সবাই তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। সে আরও জানায়, আগে সে স্কুলে যেত, কিন্তু বাবার মৃত্যুর পর মা অসুস্থ হয়ে পড়ায় তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়।

advertisement

“আমি মায়ের দেখাশোনা করতাম। এটাহে তাঁর চিকিৎসা চলছিল, এমনকি কানপুর ও ফররুখাবাদের লোহিয়া হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। আমার কাকাও জানত না যে তিনি মারা গেছেন,” জানিয়েছে কিশোর৷ জেলার স্বাস্থ্য আধিকারিকরা জানান, ওই মহিলার টিবি (যক্ষ্মা)-র চিকিৎসা শুরু হয়েছিল ২০১৭ সালে৷ তখন থেকেই পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি তাঁরা খতিয়ে দেখছেন।

advertisement

আরও পড়ুন: কনকনে ঠান্ডায় জলে হাত দিলেই কাঁপুনি! শীতে রোজ স্নান না করলে কী আদৌ কোনও ক্ষতি হয় শরীরের? বড় ভুল ভাঙালেন বিশেষজ্ঞ

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। হাসপাতালের লোকজন সংবাদমাধ্যমকে জানান, কর্মকর্তারা না আসা পর্যন্ত ছেলেটি তার মায়ের দেহ ছেড়ে যেতে অস্বীকার করেছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জৈথরা থানার SHO রীতেশ কুমার জানিয়েছেন, ‘‘আমাদের জানানো হয়েছিল যে একটি শিশু একা দেহটির সঙ্গে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে এক সাব-ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে পাঠাই। ছেলেটির কেউ ছিল না, তাই আমরা শেষকৃত্যের ব্যবস্থা করি৷’’ পরে কাসগঞ্জ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের কিছু দূর সম্পর্কের আত্মীয় মর্গে পৌঁছালে ময়নাতদন্ত সম্পন্ন করা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উপেক্ষিত পাহাড়, অদম্য বিশ্বাস
আরও দেখুন

প্রসঙ্গত, বাবা-মাকে হারানোর নিজের নিরাপত্তা নিয়েও চিন্তিত ওই শিশু৷ ১০ বছরের শিশুটি অভিযোগ করেছে যে তার আত্মীয়রা তার জমি দখল করতে চেয়ে তাকে হুমকি দিচ্ছে। সে আরও জানায়, তার মায়ের অসুস্থতার কথা জানা সত্ত্বেও আত্মীয়রা পরিবারটিকে কোনও সাহায্য করেনি কেউ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
HIV+: AIDS শুনেই একঘরে করল গোটা গ্রাম! উত্তরপ্রদেশে মায়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেল ১০ বছরের ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল