ভারতীয় বংশোদ্ভূত গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, ভারতীয় রেলের সঙ্গে কাজ করে আগামী দিনে ভারতের আরও মানুষের কাছে এই ফ্রি-ওয়াই-ফাই পরিষেবা পৌঁছে দিতে চায় গুগল ৷ পিচাই জানিয়েছেন, ২০ লক্ষ গ্রাহকের মধ্যে প্রতি মাসে প্রায় হাজার খানেক মানুষ প্রতি ১৫ মিনিটের জন্য হলেও রেল স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করে৷
সূত্রের খবর, ভারতীয় রেলের সঙ্গে চুক্তি অনুযায়ী গুগল রেলকে ভার্চুয়াল পরিষেবা প্রদান করবে৷ ভারতের চারটি বড় স্টেশনে ইতিমধ্যেই বসেছে ওয়াই-ফাই ৷ গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাত্র কুড়ি শতাংশ স্টেশনেই তাদের ওয়াই-ফাই পরিষেবার কাজ শেষ হয়েছে ৷ কিন্তু তাতেই অভাবনীয় ফলাফল দেখা যাচ্ছে ৷ ভবিষ্যতে দেশের আরও গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ওয়াই-ফাই পরিষেবার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে গুগল ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2016 9:46 AM IST