আরও পড়ুন: এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম
শুক্রবার রাজ্যসভায় রাজনাথ সিং বলেন, ৩০ জুলাই প্রকাশিত খসড়া চূড়ান্ত নয় ৷ এনআরসি নিয়ে কোনও পক্ষপাতিত্ব হবে না ৷ যথাযথ নথি থাকলেই নাম নথিভুক্ত হবে ৷ কোনও ভারতীয় এনআরসি থেকে বাদ নয় ৷ সোশাল মিডিয়ায় এনআরসি নিয়ে অপপ্রচার ৷ শান্তি ও সৌহার্দ নষ্টের চেষ্টা করা হচ্ছে ৷ সুপ্রিম কোর্টের নজরদারিতে এনআরসি ৷ সব আবেদন ও অভিযোগ খতিয়ে দেখা হবে ৷ কতজন বিদেশি ভারতে আছেন, জানা উচিত ৷ সকলকে ভারতের নাগরিত্ব প্রমাণের সুযোগ ৷ অকারণে কাউকে হয়রান হতে হবে না ৷ স্বচ্ছতার সঙ্গে এনআরসি-র কাজ হচ্ছে ৷ কারও বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় ৷ অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: কলকাতায় ফিরলেন তৃণমূলের ৬ প্রতিনিধি
Location :
First Published :
August 03, 2018 12:09 PM IST