রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে এসডিপিও প্রবীর মন্ডল, শান্তিপুর থানার ওসি লালটু ঘোষ সহ শান্তিপুর থানা এবং রানাঘাট জেলার অন্যান্য বেশকিছু পুলিশকর্মীদের দেখা গেল শহরের প্রধান রাস্তা দিয়ে রুটমার্চ করতে। এ বিষয়ে এসডিপিও জানান নিয়মিত ধারাবাহিকতা থাকবে রুটমার্চ। দিনে দুইবার করে বিভিন্ন এলাকায় পুলিশ টহল দেবে। শুধু তাই নয় বহিরাগতদের রুখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে নাকা চেকিং। ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই আগে থেকেই প্রস্তুত নদিয়ার দুই জেলা প্রশাসন। প্রসঙ্গত, কিছুদিন আগেই হয়ে গেছে বেশ কয়েকটি জেলার পুর নির্বাচন। এই নির্বাচনে প্রায় বিপুল ভোটে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সেই তুলনায় জয়লাভ করতে পারেনি। জয়লাভের পর একাধিক প্রার্থী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের নিজেদের ওয়ার্ডের সাধারণ মানুষকেই।
advertisement