TRENDING:

Nadia: মহিলাদের স্কুলের ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ মাজদিয়ায়

Last Updated:

অভিজ্ঞ শিক্ষকের দ্বারা খাতায়-কলমে এবং কাঁচি দিয়ে ছিট কাপড় কেটে প্রশিক্ষণ দেওয়া হলো ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাজদিয়া:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বাজার থেকে বা টেন্ডার দেখে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের ইউনিফর্ম তৈরি করা এবার হবে না। এবার স্কুলের ইউনিফর্ম তৈরি করা হবে স্থানীয় জায়গা থেকেই। সেইমতো নদীয়ার কৃষ্ণগঞ্জ উৎকর্ষ বাংলা এবং আনন্দধারার যৌথ উদ্যোগে ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে দেওয়া হল স্কুলের ইউনিফর্ম তৈরি করার প্রশিক্ষণ। জানা গেছে এদিন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা খাতায়-কলমে এবং কাঁচি দিয়ে ছিট কাপড় কেটে প্রশিক্ষণ দেওয়া হলো ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে। ১৩ দিন ধরে এই প্রশিক্ষণ চলবে বলে জানালেন প্রশিক্ষণের দায়িত্বে থাকা শিক্ষক। এই প্রশিক্ষণের ফলে তারা স্বনির্ভর হতে পারবেন এবং ভবিষ্যতে আয়ের সুযোগ বৃদ্ধি পাবে বলে জানালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সরকারের এই সিদ্ধান্তের ফলে খুশি একাধিক মহিলারা।প্রসঙ্গত প্রায় দু'বছর করোনার জেরে বন্ধ ছিল সমস্ত স্কুল এবং কলেজ। বাড়িতে বসেই অনলাইনে মাধ্যমে চলছিল পড়াশোনা। তবে সেখানেও কিছু বাধা বিপত্তি এসেছিল। করোনার প্রভাব কিছুটা কমার ফলে সরকারি বিধি নিষেধ মেনে খোলা হয়েছে সমস্ত স্কুল এবং কলেজ। স্কুল কলেজ খোলার সাথে সাথেই ছাত্র-ছাত্রীরা ভিড় বাড়তে শুরু করেছে স্কুলে। সেই ছাত্র-ছাত্রীদের স্কুলের ইউনিফর্ম তৈরি করতে করতে চলেছে স্থানীয় মহিলারাই। এর জেরে একাধিক আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মহিলারা স্বনির্ভর হতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তার জেরে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জ এর মাজদিয়ায়। জানা গেছে প্রায় ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে স্কুলের ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: মহিলাদের স্কুলের ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ মাজদিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল