TRENDING:

Nadia News- সাধারণ মানুষের সাথে পুলিশ কর্মীরাও সামিল হল শান্তিপুরের বসন্ত উৎসবে

Last Updated:

লাল-নীল-সবুজ আবিরের রঙের ছোঁয়ায় মানুষ রাঙিয়ে দিল একে অপরকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর: বসন্ত উৎসবে মাতোয়ারা গোটা শান্তিপুরবাসী। একইভাবে মেতে উঠতে দেখা গেল পুলিশ কর্মীদেরকেও। গাছের ঝরা পাতা জানান দেয় বসন্ত এসে গেছে, আর এই বসন্ত উৎসব মানেই বাঙালির আবেগ। আজ দোল উৎসব, এই দোল উৎসবকে কেন্দ্র করে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে গোটা শান্তিপুরবাসীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। প্রত্যেক বছরই এই বসন্ত উৎসবে শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ অংশগ্রহণ করে। গত দু'বছর বন্ধ ছিল এই বসন্ত উৎসব, কারণ ছিল করোনার চোখ রাঙানি। সবকিছু শিথিল হতেই এবছর আবারও অনুষ্ঠিত হল বসন্ত উৎসব।
advertisement

সকাল থেকে গোটা শান্তিপুরবাসীর পাশাপাশি শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন নৃত্য অ্যাকাডেমির কচিকাঁচারা বিভিন্ন নৃত্যের মধ্য দিয়ে মেতে উঠল বসন্ত উৎসবে। সকাল থেকেই গোটা রাষ্ট্রীয় উদ্যান বিভিন্ন আবিরের রঙে সেজে উঠেছে। এছাড়াও লাল- নীল - সবুজ আবিরের রঙের ছোঁয়ায় মানুষ একে অপরকে রাঙিয়ে দিল। এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে অনেকেই বলছেন, "বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকলেও, বসন্ত উৎসব মানেই এক অন্য অনুভূতি। সারা বছর এই দিনটার অপেক্ষাতেই তাকিয়ে থাকি বসন্ত কবে আসবে।" এই বসন্ত উৎসবে সামিল হয়ে বসন্ত উৎসবে মেতে উঠলেন পুলিশকর্মীরাও। বসন্ত উৎসবে অংশগ্রহণকারী সাধারণ মানুষ আবির দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানালো পুলিশকর্মীদের। এত বড় বসন্ত উৎসবে সমস্ত রকম সুরক্ষার জন্য তারা তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন নিরন্তর। সেই কারণেই শান্তিপুরবাসী তাদের আনন্দ ভাগ করে নিল পুলিশ কর্মীদের সাথে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News- সাধারণ মানুষের সাথে পুলিশ কর্মীরাও সামিল হল শান্তিপুরের বসন্ত উৎসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল