TRENDING:

Humayun Kabir revolt: অভিষেকের সভার দিনই পাল্টা সভা, মুর্শিদাবাদে তৃণমূলের কাঁটা এখন দলেরই বিধায়ক হুমায়ুন

Last Updated:

নিজের অনুগামীরা পঞ্চায়েত ভোটে টিকিট না পাওয়ায় আগেই সরব হয়েছিলেন হুমায়ুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: পঞ্চায়েত ভোটে নিজের মনোনীত প্রার্থীদের দল টিকিট না দেওয়ায় আগেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন৷ নিজের পছন্দের প্রার্থীদের নির্দল হিসেবে ভোটেও দাঁড় করিয়েছেন৷ এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই পাল্টা নিজের অনুগামী নির্দল প্রার্থীদের সমর্থনে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷
অভিষেকের সভার দিনই পাল্টা সভা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনের৷
অভিষেকের সভার দিনই পাল্টা সভা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুনের৷
advertisement

হুমায়ুন একা নন, মুর্শিদাবাদের আরও কয়েক জন তৃণমূল বিধায়কও তাঁর সঙ্গে রয়েছেন বলে খবর৷ দলের বিধায়কদের এ হেন বিদ্রোহে পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো অস্বস্তিতে শাসক দল৷ এ দিন অবশ্য বিধায়কদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ৷

আগামিকাল, মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে মুর্শিদাবাদের ডোমকলে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে সভা করতে এলেও পাল্টা নিজের অনুগামী নির্দল প্রার্থীদের বহরমপুরের টেক্সটাইল মোড়ে সভা করবেন হুমায়ুন কবীর৷ ভরতপুরের বিধায়ককে অবশ্য পুলিশ সভা করার অনুমতি দেয়নি৷ হুমায়ুন তবুও সভা করার বিষয়ে অনড়৷ তাঁর আরও দাবি, হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখও তাঁর সঙ্গে সভায় থাকবেন৷

advertisement

দলের বিধায়কের এই বিদ্রোহে রীতিমতো অস্বস্তিতে শাসক শিবির৷ মুর্শিদাবাদে ভোট প্রচারে এসে সভা না করার জন্য হুমায়ুনকে অনুরোধ করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও৷ তাতেও অবশ্য বরফ গলেনি৷

নিজের অনুগামীরা পঞ্চায়েত ভোটে টিকিট না পাওয়ায় আগেই সরব হয়েছিলেন হুমায়ুন৷ দলের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছিলেন মুর্শিদাবাদের আরও বেশ কয়েকজন বিধায়ক৷ সালার ও ভরতপুর অঞ্চল থেকে বেশ কয়েকজন নির্দল প্রার্থীকেও ভোটে দাঁড় করিয়েছেন হুমায়ুন৷ দলের জেলা সভাপতিকে সরানোর দাবিও তুলেছেন তিনি৷ সবমিলিয়ে মুর্শিদাবাদে দলীয় বিধায়কের বিদ্রোহে বেশ বিপাকে শাসক দল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই পরিস্থিতিতে এ দিন হুমায়ুনকে কড়া বার্তা দিয়েছে তৃণমূল৷ হুমায়ুনের নাম না করেও দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘দল কিন্তু বেশিদিন বিধায়কদের এই আচরণ সহ্য করবে না৷ কে কতবার দল বদলায়, সেটা মানুষ জানে৷ সব সময় উপর তলার কথা শুনে প্রার্থী ঠিক হবে, তা হয় না। মিলিত ভাবে প্রার্থী ঠিক হয়েছে৷ দল সব কিছু নজর রাখছে৷ ভোটের সময় কারও অধিকার নেই এমন মন্তব্য করার।’

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Humayun Kabir revolt: অভিষেকের সভার দিনই পাল্টা সভা, মুর্শিদাবাদে তৃণমূলের কাঁটা এখন দলেরই বিধায়ক হুমায়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল