TRENDING:

Murshidabad News: হাতের চাপে উঠে আসছে পিচের তৈরি রাস্তা, মুর্শিদাবাদে কেলেঙ্কারি কাণ্ড

Last Updated:

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ একেবারেই নিম্নমানের। হাতের চাপেই উঠে আসছে দু'দিন আগেই তৈরি হওয়া পিচ রাস্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: হাতের চাপেই উঠে আসছে সদ্য তৈরি হওয়া পিচ রাস্তা। যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাকুরিয়ায়। কাকুরিয়া থেকে ঘোষপাড়াগামী সদ্য তৈরি হওয়া রাস্তার পিচ উঠে যাওয়ায় এলাকাবাসী কার্যত ক্ষিপ্ত। দফায় দফায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজ নিম্নমানের অভিযোগ তুলে কন্ট্রাক্টর ও প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন আমজনতা।
advertisement

দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কাকুরিয়া থেকে ঘোষপাড়াগামী রাস্তার কাজ শুরু হয় কয়েকদিন আগেই। জেলা পরিষদের তত্ত্ববাধানে প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তার কাজ শুরু হয় জোরকদমে। রাস্তার কাজ নিয়ে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন এলাকাবাসীরা। যদিও দিব্যি চলছিল কাজ। সম্প্রতি দুদিন আগে কাকুরিয়া সংলগ্ন এলাকায় সম্পন্ন হয়েছে কাজ বলে জানা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজ একেবারেই নিম্নমানের। হাতের চাপেই উঠে আসছে দু'দিন আগেই তৈরি হওয়া পিচ রাস্তা। বারবার কন্ট্রাক্টরকে বলেও কাজ হয়নি। অবিলম্বে ফের রাস্তা সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলামও। সকলের দাবি, পুনরায় কাজের মান বাড়িয়ে রাস্তা সঠিকভাবে নির্মাণ করা হোক। রাস্তার কাজ ঠিকমতো না হলে তা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ওই রাস্তার কন্ট্রাক্টর শাহ আলমের দাবি, সঠিকভাবেই কাজ হয়েছে। কোনওরকম দুর্নীতি হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হাতের চাপে উঠে আসছে পিচের তৈরি রাস্তা, মুর্শিদাবাদে কেলেঙ্কারি কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল