২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতর ভাবে আহত হয়েছিলেন জাকির হোসেন। সেই সময় শ্রম দফতরের প্রতিমন্ত্রী ছিলেন জাকির। জাকির কলকাতায় দলীয় বৈঠকে যাওয়ার জন্য ট্রেন ধরতে নিমতিতা রেল স্টেশনে হাঁটছিলেন। স্টেশনেই ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে অন্ধকারে পড়ে থাকা একটি ব্যাগে রাখা বোমার বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণ হামলায় আহত হন মোট ২৭জন। কারোর পা চলে গিয়েছে,কারোর হাত চলে গিয়েছে। ঘটনার দিনের বিবরণ দিলেন আহত এক জাকির হোসেন অনুগামী এজাজ হোসেন। বর্তমানে এজাজ হোসেন তিনি গুরুতর জখম অবস্থায় ভর্তি। ঘটনার দিনের বিবরণ দিলেন। ষ্টেশনে সেইদিন অন্ধকার করে রাখা হয়েছিল। বোমা ব্যাগের মধ্যে মজুত করে রাখা হয়েছিল। বোমা ফেটে জাকির হোসেন সহ একাধিক জন আহত হন। যদিও এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এনআইএ-র সঠিক তদন্ত দাবি করেছেন বিধায়ক জাকির হোসেন।
advertisement