শুক্রবার দুপুরে গোপন সূত্রে নাবালিকার বিয়ের খবর পেয়ে একঘড়িয়া গ্রামে পৌঁছায় প্রশাসনের আধিকারিকেরা। মেয়ের জন্ম সার্টিফিকেট দেখতে চায় পরিবারের লোকজনের কাছে। মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন। নাবালিকার পরিবারের কাছে মুচলেকা নেওয়া হয়, ১৮ বছর বয়সের আগে মেয়ের বিয়ে দিলে পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংস্থার সুপারভাইজার সম্বিত সিনহা জানান, "বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের একঘড়িয়া গ্রামে, ১৭ বছরের এক নাবালিকার বিয়ে ঠিক করা হয়, আজকে তার বিয়ের দিনে ছিল। আমরা গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ও ব্লক প্রশাসনকে সাথে নিয়ে এই বিয়ে বন্ধ করেছি। পাশাপাশি, পরিবারের সদস্যদের কাছ থেকে মুচলেকা লেখানো হয়েছে, আঠারো বছর না হলে বিয়ে নয়", বলে জানান তিনি। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement