TRENDING:

'তৃণমূল করলেই মিলছে আবাস যোজনার ঘর', পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মুর্শিদাবাদে

Last Updated:

যদিও গ্রামবাসীর একাংশের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সাচ্চু মোল্লা। তাঁর দাবি, যাঁরা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাঁরাই ঘর পেয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: আবাস যোজনার দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা জেলা। 'তৃণমূল করলেই মিলছে আবাস যোজনার ঘর', 'কাটমানি ছাড়া ঘর পাওয়ার উপায় নেই', এমনই সব অভিযোগে শুক্রবার রানিনগর থানার কালীনগর ১ গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী।
advertisement

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কান্দি বিডিও অফিসের সামনে এদিন বিক্ষোভ দেখান কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা কান্দি মহকুমা কংগ্রেস সভাপতি সফিউল আলম খান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা কংগ্রেসের মুখপাত্র নরোত্তম সিংহ, যুব কংগ্রেস সভাপতি মফাই শেখ সহ অন্যান্য নেতা। ঘটনায় সাময়িক ভাবে উত্তেজনাও ছড়ায় বিডিও অফিস চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কান্দি থানার বিশাল পুলিশ।

advertisement

এরপরেই আবাস যোজনার তালিকা প্রকাশের দাবিতে কান্দি বিডিও অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি। শুক্রবার কান্দি টাউন বিজেপির সভানেত্রী বিনীতা রায়-সহ অন্য নেতাদের নেতৃত্বে বিডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান উপভোক্তারা।

আরও পড়ুন: কখন শুরু হবে স্কুল, কতক্ষণ ক্লাস? নির্দেশিকা মধ্য়শিক্ষা পর্ষদের, কড়া গাইডলাইন

advertisement

আরও পড়ুন: বর্ষশেষে বিরাট পরিবর্তন, হতে পারে বৃষ্টি! যা জানাল হাওয়া অফিস...

তাঁদের দাবি, আবাস যোজনায় স্বচ্ছতা আনতে তালিকা প্রকাশ করতে হবে প্রশাসনকে। তালিকা প্রকাশ না করা হলে, এই ধর্না জারি রাখার হুঁশিয়ারিও দেন। টাউন বিজেপির সভানেত্রী বিনীতা রায় বলেন, "আবাস যোজনার তালিকা প্রকাশ করা না হলে আমরা বিক্ষোভ তুলব না।" যদিও পরে কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

advertisement

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার সার্ভে করার পরেও প্রকৃত দুঃস্থ মানুষেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইনি। উল্টে, যাঁরা কাটমানি দিয়েছেন, পঞ্চায়েতের সদস্যেরা তাঁদের ঘর পাইয়ে দিয়েছে। এমনকি, কংগ্রেস ও সিপিআইএম দলের সঙ্গে যুক্ত পরিবারের নামও তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল না করলে আবাসের ঘর মিলছে না।

গ্রামবাসী জানাচ্ছেন, এ নিয়ে একাধিকবার তাঁরা বিডিও অফিসে নালিশ জানিয়েছিলেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। এখন অবিলম্বে সার্ভে করে ঘরের ব্যবস্থা না করা হলে,আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও গ্রামবাসীর একাংশের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সাচ্চু মোল্লা। তাঁর দাবি, যাঁরা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, তাঁরাই ঘর পেয়েছেন।

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
'তৃণমূল করলেই মিলছে আবাস যোজনার ঘর', পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল