TRENDING:

Murshidabad News: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে বসেই ধর্না! ঘটনায় সরগরম এলাকা

Last Updated:

Murshidabad News: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাল প্রতারিত যুবকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাল প্রতারিত যুবকরা। স্বাস্থ্য দফতরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হবে বলে প্রত্যেকের কাছ থেকে ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি মেলেনি, টাকাও ফেরত পাওয়া যাচ্ছে না। রবিবার দুপুরে মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
advertisement

অভিযোগ এলাকারই এক নেতা চাকরি দেওয়ার নাম করে এই টাকা নিয়েছে। থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। কিছুদিন আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গ্রুপ ডি পদে চাকরির জন্য নিয়োগপত্র দেওয়া হয় কিন্তু পরে যাচাই করে দেখা যায় সেই নিয়োগপত্র জাল।

আরও পড়ুন: পণ্য লোডিং-এ রেলের চমকপ্রদ উন্নতি! দেখলে অবাক হয়ে যাবেন  

advertisement

পুলিশের কাছে অভিযোগ ও দায়ের হয়। প্রতারিত যুবক ফিরোজ সেখ বলেন, “২০১৮ সালে আমরা প্রায় ৬ লক্ষ টাকা স্বাস্থ্য দফতরে চাকরির জন্য দিয়েছিলাম। কিন্তু সেই টাকা আর ফেরত দিচ্ছে না। থানায় অভিযোগও দায়ের করেছি। তিনবছর কেটে গেলেও আমাদের টাকা আমরা ফেরত পাচ্ছিলাম না। আমাদের হাসপাতালের নিয়োগপত্র দেওয়া হলেও সেটা জাল ছিল।”

advertisement

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ‘এই’ স্টেশন সেজে উঠছে বিমানবন্দরের আদলে! চমকে ঠাসা এই স্টেশন দেখলে মাথা ঘুরে যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
দিওয়ালির আগে বড় পদক্ষেপ বালুরঘাট পুরসভার! সরিয়ে দেওয়া হল বাজি বাজার, এবার কোথায় কিনবেন?
আরও দেখুন

তিনি আরও বলেন, “টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমাদের ধর্না চলবে।” ঘটনার পর থেকেই বাড়ি থেকে পলাতক অভিযুক্ত। পরে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রতারিত যুবকরা ধর্না তুলে নেন।

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: টাকা ফেরতের দাবিতে প্রতারকের বাড়ির সামনে বসেই ধর্না! ঘটনায় সরগরম এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল