মোজাম্মেল হক আনসারী জানান, "আমি বাড়ি ফিরতে পেরে খুশি। ইউক্রেন থেকে হাঙ্গারী বর্ডার পেরিয়ে এসেছি। লোকাল থানা নিয়ে গিয়ে আমাদের কে চেক আপ করানো হয়। তারপর আমরা খেতে পাই। হাঙ্গারী সরকার বিনা মূল্যে টিকিট দেয় ট্রেনের। পরে ভারত সরকারের সাথে যোগাযোগ করে আমরা দেশে ফিরে আসি। আমরা অপেক্ষা করে এয়ার ইন্ডিয়া বিমান ধরে পশ্চিমবঙ্গে আসি। রাজ্যে সরকারের সাথে যোগাযোগ করে আমরা অবশেষে বাড়ি ফিরে এসেছি। আজকে রাজ্যে সরকারের উদ্যোগে আমাকে বাড়ি পৌঁছানো হয়েছে। আমি খুব খুশি। তবে ছোট্ট সুন্দর শহর কে নষ্ট করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ খুব আতঙ্কিত। আমরা পুরোপুরি বেসমেন্টের নীচে থাকতাম। তবে আবার কবে ফিরে যাব তাই ভাবছি। তবে ইচ্ছে করছিল না ফিরে আসার। তবে বিমানবন্দর নষ্ট হয়ে গিয়েছে। আমাদের শিক্ষকরা বলেছেন যে করে হোক বাড়ি ফিরে যাও। আমি চাইব যারা আটকে আছে তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারে।" মোজাম্মেল হক আনসারী বাড়ি ফিরতেই এলাকার বাসিন্দারা, তাকে যেমন অভ্যর্থনা জানাচ্ছেন, ঠিক তেমনই তার মুখ থেকে শুনছেন তাঁর সেই অভিজ্ঞতার কথা।
advertisement