মোবাইল ফিরে পেয়ে প্রাপকরা জানালেন, প্রায় এক বছর আগে মোবাইল টি হারিয়ে গিয়েছিল। কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় মোবাইল ফেরত পাওয়ার পর ধন্যবাদ জানিয়েছেন, জেলা পুলিশ কে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল হারিয়ে গেলে বা চুরি গেলে IMEI নম্বর দিয়ে থানায় অভিযোগ দায়ের করতে। মোবাইল ফোন ফিরে পেলে প্রাপকদের জানানো হবে। ইতি মধ্যেই মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে ১১৫৯টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল প্রাপকদের হাতে ।
advertisement
Location :
First Published :
February 01, 2022 1:29 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হলো মালিকের হাতে