TRENDING:

Murshidabad News- কান্দিতে ভোটের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার

Last Updated:

প্রার্থীদের নিয়ে মানুষের দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেন অপূর্ব সরকার 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কান্দিঃ বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি জেমো বাঘডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। কান্দি পৌরসভার ১২ এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে মিছিল করলেন। বৃহস্পতিবার সকালে শোভাযাত্রার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ১২নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস মিশ্র ও ১৬নং সন্দীপ বড়ালদের, সমর্থনে বৃহস্পতিবার কান্দি শহরের জেমো, বাঘডাঙ্গা এলাকায় পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন এলাকার বিধায়ক অপূর্ব সরকার। এদিন বিধায়ক অপূর্ব সরকার তার পদযাত্রার মাধ্যমে বাঘডাঙ্গা এলাকায় ঝড় তুললেন এবং সাধারণ মানুষ অপূর্ব সরকারকে, পুষ্পবৃষ্টি করে এবং মিষ্টিমুখ করিয়ে ফুলের মালা পরিয়ে, সংবর্ধনা জানালেন। অন্যদিকে বিধায়ক অপূর্ব সরকার, সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষা করেন এবং দুর্নীতিমুক্ত শান্ত কান্দি পৌরসভা গড়তে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করানোর জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানালেন।
advertisement

অন্যদিকে, তৃণমূল আমলে কান্দি পৌরসভার উন্নয়নের খতিয়ানকে তুলে ধরবার জন্য সাধারণ মানুষের কাছে কান্দি পৌরসভার রিপোর্ট কার্ড পেশ বিতরণ করলেন বিধায়ক অপূর্ব সরকার। জেমো বাঘডাঙ্গা এলাকায় বিধায়ক অপূর্ব সরকারের পদযাত্রা কে কেন্দ্র করে এলাকাবাসীর উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।অপূর্ব সরকার জানান, এই পৌরসভাতে এবার তৃণমূল দখল করবে। ফলে মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেস কান্দি পৌরসভা গঠন করবে, বলে আশাবাদী অপূর্ব সরকার।

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- কান্দিতে ভোটের নির্বাচনী প্রচারে ঝড় তুললেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল