অন্যদিকে, বড়ঞাতে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকালে এই ঘটনাটি ঘটেছ বড়ঞা থানার সুন্দরপুর গ্রামে(Murshidabad News)। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৈয়দ রশিদ আলি। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই শুক্রবার বিকালে মাঠে ধানের জমিতে কাজে গিয়েছিলেন তিনি। হঠাৎ করে ঝড় ও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে জখম হলে মাঠে থাকা মানুষজন তাকে উদ্ধার করে, বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বড়ঞা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। প্রবল গরমের মধ্যে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
advertisement
Koushik Adhikary