পরিবারে এক কন্যা ও পুত্র সন্তান, ছোট্ট সংসার মোজ্জামেল হকের। বর্তমানে দিদির বিবাহ হয়েছিল, আর পরিবারের মেধাবী ছাত্র তোজাম্মেল হক আনসারী ২২শে ডিসেম্বর ২০২১ সালে ইউক্রেনে রওনা দেন। কিন্তু বর্তমানে যুদ্ধ শুরু হতেই উৎকন্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। বাবা মোজ্জামেল হক পেশায় গ্রামীণ চিকিৎসক, মা গৃহবধূ। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই উৎকন্ঠার মধ্যে দিয়ে দিন কাটছে এনাদের। যদিও তোজাম্মেল আনসারীর সাথে বৃহস্পতিবার শেষ কথা হয়, তারপর আর কোন যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি পরিবারের। কোথায় আছে বর্তমানে তা নিয়ে চিন্তিত পরিবার। বর্তমানে যুদ্ধ হলেও ঘরের ছেলে শান্তি ভাবে ফিরে আসুক এই প্রার্থনা তারা করে চলেছেন। পরিবারের সসদস্যরা জানিয়েছেন, অবিলম্বে সুস্থ অবস্থায় তাদের সন্তান বাড়ি ফিরে আসুক। ফিরে আসুক রাজ্যের অন্য ছাত্ররাও।
advertisement