সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনাবিধি মেনে খোলা হবে সমস্ত পর্যটন কেন্দ্র। আর তারপরেই ঐতিহাসিক হাজারদুয়ারী প্যালেসে দেখা গেল পর্যটকদের উপস্থিতি
#মুর্শিদাবাদঃ পর্যটন কেন্দ্র খুলতেই পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেল নবাবের জেলায়। করোনাবিধি মেনেই আবারও বেশ কিছু বিধিনিষেধ শিথিল করল রাজ্য সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনাবিধি মেনে খোলা হবে সমস্ত পর্যটন কেন্দ্র। আর তারপরেই ঐতিহাসিক হাজারদুয়ারী প্যালেসে দেখা গেল পর্যটকদের উপস্থিতি। পর্যটন কেন্দ্র খুলতেই পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গেল নবাবের জেলায়। আর দীর্ঘদিন পর শীতের আমেজে ঘুরতে এসে খুশি মানুষজন। মুর্শিদাবাদের পর্যটন শিল্পের সাথে যুক্ত রয়েছে গাইড, টাঙ্গা চালক, হোটেল ব্যাবসায়ী সহ কয়েক হাজার মানুষ। করোনা আবহে গত দুবছর ধরে, পর্যটনের ভরা মরসুমে পর্যটক না থাকায়, ব্যাপক ক্ষতির মুখে পড়ে পর্যটন শিল্পের সাথে যুক্ত মানুষেরা। তবে ফের হাজারদুয়ারী প্যালেস সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলিতে পর্যটকদের ঢল নামতেই রুজি রোজগারের আশায় রয়েছে তারা।