খয়েরতলা বিএসএফ ক্যাম্পে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এলাকার ক্রীড়াপ্রেমীদের হাতে খেলাধুলোর নানান সামগ্রী তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যেমন- খাটিয়া, বাসনপত্র, প্রেসার কুকার বিতরণ করা হয়। ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ সহ অন্যান্য লেখাপড়ার জিনিস দেওয়া হয়।
আরও পড়ুন: রাতের অন্ধকারে তরমুজ ক্ষেতে দুষ্কৃতী তাণ্ডব! মাথায় হাত কৃষকদের
advertisement
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকার গরিব দুঃস্থদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন বিএসএফ জওয়ানরা। বছরের বিভিন্ন সময় নানান কর্মসূচি নেওয়া হয় বিএসএফের তরফ থেকে। গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনও সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে সাবসিডি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল খোলা হয়েছিল খয়েরতলা বিএসএফ ক্যাম্পে। বিএসএফের এই উদ্যোগে খুশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষজন।
কৌশিক অধিকারী