প্রেমিকার ডাকে সাড়া দিয়ে বোরখা পড়ে গার্লস হস্টেলের গিয়েও শেষ রক্ষা হল না। জুতোতে ধরা পড়ে যায় মেদিনীপুরের রঞ্জন জানা। কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র রঞ্জন জানা। অপর্না দাস নামে এক যুবতীর সঙ্গে ফেসবুকে পরিচয় বলে জানা যায়। রঞ্জনকে ডাকতেই সে গতকাল রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি বেলায় সাড়ে ১০ টার ট্রেনে বহরমপুরে পাড়ি দেয়। শুক্রবার ভোর তিনটের সময় বোরখা পড়ে গোরাবাজার ভাগিরথী গার্লস হোস্টেলে ওঠে। তবে জুতো দেখে সন্দেহ হয় হস্টেল কর্তৃপক্ষ ও আবাসিকদের মধ্যে। সন্দেহ হওয়ায় তাঁকে আটকে রাখে হস্টেল কর্তৃপক্ষ। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে বহরমপুর থানাতে নিয়ে যায়।
advertisement
আরও পড়ুন - Murshidabad News: কন্যা সন্তান জন্মেছে, ‘বাপের বাড়ি’ থেকে টাকাও আনতে পারেনি বউ, স্বামী দিল ন্যাড়া করে
গত দেড় মাস আগে বহরমপুরে প্রকাশ্যে তৃতীয় বর্ষের ছাত্রীকে খুন করেছিল প্রেমিক৷ তার পরে নিরাপত্তা জোর দেওয়া হয় বহরমপুরের বিভিন্ন মেসে। মাঝে নিরাপত্তা জোর দেওয়া হয়। তবে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় শুক্রবার বহরমপুরে। এলাকার বাসিন্দাদের জানান, এখানে মেস ও আবাসিক চললেও নিরাপত্তা নেই।
মেস মালিক কর্তৃপক্ষ জানান, বোরখা পরে এলেও সন্দেহ হয় মাসিদের। তারা আমাদের কে বিষয়টি জানায়। আমরা আইকার্ড চেক করি ও টিকিট দেখে সন্দেহ হয়। পরে পুলিশ কে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।
Koushik Adhikari