TRENDING:

কোথাও হাঁটু, কোথাও কোমর, জলে থৈ থৈ মুম্বই

Last Updated:

ভরা বর্ষায় আবার নাজেহাল মুম্বইবাসী৷ বৃহস্পতিবারই সকাল সকাল জল সমস্যায় পড়লেন তারা৷ চিরাচরিত মুম্বই বর্ষার ছবি আবারও ফুটে উঠল আজ সকাল থেকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভরা বর্ষায় আবার নাজেহাল মুম্বইবাসী৷ বৃহস্পতিবারই সকাল সকাল জল সমস্যায় পড়লেন তারা৷ চিরাচরিত মুম্বই বর্ষার ছবি আবারও ফুটে উঠল আজ সকাল থেকে৷ কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান জল৷ আর এতেই  চিন্তায় সাধারণ মানুষ৷ কারণ সপ্তাহন্তে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে আবহাওয়া দফতর৷ সেই সময় কী অবস্থা হবে, তাই নিয়ে চিন্তিত মুম্বইবাসী৷
advertisement

আরও পড়ুন এবার বিরোধিতায় মেয়েও! আরএসএস-এর অফিসে যাওয়া নিয়ে বাবাকে যা বললেন প্রণব-কন্যা

বৃষ্টির ফলে জেট এয়ারওয়েজের লন্ডন থেকে মুম্বইগামী বিমানকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে৷ অন্যদিকে বৃষ্টির ফলে বিপর্যস্ত হতে পারে মুম্বইয়ের রেল পরিষেবাও, এমনই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন প্রতিটি শাখার রেলের আধিকারিকরা৷ ৭০মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই ট্রেন চলাচালের ক্ষমতা থাকবে না, স্পষ্টভাবেই জানানো হয়েছে৷ তবে তৈরি রয়েছে বিএমসি৷ পুর কর্তৃপক্ষ জানিয়েছেন সপ্তাহন্তের শেষে ভারী বৃষ্টি হলেও, তা মোকাবিলা করতে তারা প্রস্তুত৷

advertisement

আরও পড়ুন বন্যা দেখতে পুলিশের প্রায় কোলেই চাপলেন মুখ্যমন্ত্রী, হাসির খোরাক হলেন নেটে

তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও৷ অন্যদিকে মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলোকেও সতর্ক করা হয়েছে৷ এরমধ্যে মৎসজীবীদের সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করাও হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
কোথাও হাঁটু, কোথাও কোমর, জলে থৈ থৈ মুম্বই