TRENDING:

রেলে চলছে প্রায় লক্ষাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদনের আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন

Last Updated:

রেলে চলছে প্রায় লক্ষাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদনের আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে ভারতীয় রেলে ৷ গ্রুপ সি লেভেল -I ও লেভেল-II এবং গ্রুপ ডি-এর বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রেল ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন ৷ নূন্যতম যোগ্যতা মাধ্যমিক বা আই টি আই পাশ ৷ এছাড়া কোনও কোনও পদের ক্ষেত্রে দরকার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের সার্টিফিকেট ৷
advertisement

রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৯০ হাজার গ্রুপ সি-এর শূন্য পদে কর্মী নিয়োগ করবে রেল ৷ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বিজ্ঞপ্তি অনুযায়ী গেটম্যন, পোর্টার, পয়েন্টম্যান, ট্র্যাক মেন্টেনার, হেল্পার এবং টেকনিশিয়ান-এর বিপুল শূন্যপদে গোটা দেশের বিভিন্ন জোনে চলবে কর্মী নিয়োগ ৷

এছাড়া গ্রুপ ডি পদের জন্য ৬২৯০৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিম্যান, শানটার, ওয়েলডার, ফিটার, পোর্টার, হেল্পার, গ্যাংম্যান, কেবিনম্যান সহ মোট ষোলোটি বিভাগে কর্মী নিয়োগ হবে।

advertisement

- গ্রুপ ডি পদে মোট শূন্যপদ ৬২ হাজার ৯০৭

- ১০ ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০টা থেকে ১২ মার্চ, ২০১৮ বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে

- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছর। ওবিসি, এসসি এবং এসটিরা সরকারি নিয়মে ৩ বছর ও ৫ বছর ছাড় পাবেন

advertisement

- মাধ্যমিক পাস অথবা আইটিআই থেকে সমতুল কোনও কোর্স করার শংসাপত্র থাকলেই আবেদন করা যাবে

- ১২ মার্চ, ২০১৮-র মধ্যে অনলাইনে পরীক্ষার ফি জমা দিতে হবে

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সি এবং ডি গ্রুপে ভারতীয় রেলে মোট ৮৯ হাজার ৪০৯ পদে নিয়োগ হবে। গ্রুপ সি পদে ২৬ হাজার ৫০২ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে নেওয়া হবে টেকনিশিয়ান ও লোকো পাইলট। আবেদনের শেষ তারিখ ৫ মার্চ। ডি গ্রুপে মোট ৬২ হাজার ৯০৭ পদ রয়েছে। উচ্চমাধ্যমিক স্তর বা আইটিআই পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন আগামী ১২ মার্চের মধ্যে।

advertisement

বয়স

দুই গ্রুপের ক্ষেত্রেই সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়স দু’বছর বাড়িয়ে ৩১ থেকে ৩৩ করা হয়েছে । ওবিসিদের ক্ষেত্রে ৩৪ বছর থেকে ৩৬ এবং এসসি, এসটি প্রার্থীদের জন্য ৩৬ থেকে বয়সসীমা বেড়ে হচ্ছে ৩৮।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক বা আই টি আই পাশ বা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এতে আবেদন করতে পারবেন ৷ তবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলে তা NCVT কর্তৃক স্বীকৃত হতে হবে ৷ আই টি আই ট্রেড সার্টিফিকেট SCVT অথবা NCVT কর্তৃক স্বীকৃত হতে হবে ৷

advertisement

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে ৷ ফর্ম ফিলাপের সময় সীমা শেষের পর চলতি বছরের এপ্রিল ও মে মাসে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে রিক্রুইমেন্ট বোর্ড ৷

বেতনক্রম

সপ্তম বেতন কমিশন অনুযায়ী গ্রুপ সি লেভেল -I বেতন- ১৮ হাজার থেকে ৫৬, ৯০০ টাকা এবং গ্রুপ সি লেভেল II বেতন- ১৯,৯০০-৬৩,২০০ টাকা ৷

আবেদনের সময়সীমা

গ্রুপ সি লেভেল -I পদে আবেদনপত্র জমা দেওয়া যাবে ১২ মার্চ ২০১৮ পর্যন্ত এবং গ্রুপ সি লেভেল II আবেদনপত্র জমার শেষ দিন ৫ মার্চ ২০১৮ ৷

শুধু এটাই নয়। প্রত্যেক রাজ্যের পরীক্ষার্থীদের জন্যও রয়েছে সুখবর। রেলের এই দু’টি গ্রুপের ক্ষেত্রেই এবার বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা দেওয়া যাবে। ফলে ইংরেজি ও হিন্দি ছাড়াও বাংলা, মালয়লাম, তামিল, কন্নড়, ওড়িয়া, তেলেগু এবং অন্যান্য আঞ্চলিক ভাষাতেও এবার রেলের পরীক্ষা দেওয়া যাবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন- www.rrbahmedabad.gov.in এবং www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে ৷ এই ওয়েবসাইটেই অনলাইনে আবেদন করা যাবে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
রেলে চলছে প্রায় লক্ষাধিক শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদনের আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন